Susovan Bhattacharjee
#কলকাতা: কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, পুজো গেলে ফের নতুন পুজোয় মত্ত থাকে পুজো প্রেমী বাঙালি। দুর্গাপূজা ও কালিপুজো শেষ করে এ বার বাঙালি মজেছে জগদ্ধাত্রী পুজোয়। বহু বছরের নিয়ম অনুযায়ী জগদ্ধাত্রী পুজো মানেই কৃষ্ণনগর ও চন্দননগর। বনেদি পরিবার জগদ্ধাত্রী পুজো করল ধুমধাম করে। কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটে হল চক্রবর্তী বাড়ির পুজো। ২০০৬ সাল থেকেই এই পুজোয় অংশগ্রহণ করেন পরিবারের সমস্ত সদস্য। করোনা পরিস্থিতিতে এই বছর কিছুটা কাটছাট করা হলেও পুজো হল ধুমধাম করেই।
পুজোর বিভিন্ন নিয়ম প্রতি বছরের মত এই বছর পালন করা হলেও নিউ নর্ম্যালে মেনে চলতে হল বিভিন্ন নিয়ম। স্যানিটাইজার ও মাস্ক ব্যাবহার করেই এই বছর চক্রবর্তী বাড়ির পুজো হল। প্রতি বছরের মত দর্শনার্থীদের প্রবেশ নিয়েও নানান নিয়ম দেখা গেল চক্রবর্তী বাড়িতে। সবাই একসঙ্গে প্রবেশ না করলেও প্রতিমা দর্শন করলেন সবাই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agadhatri Puja 2020