#কলকাতা: পুরভোটের ঠিক আগে সমস্ত পুর চেয়ারম্যানদের বিশেষ বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। আগামী ২০ ফেব্রুয়ারি বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই বৈঠক ডাকা হয়েছে। নগরোন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সুব্রত গুপ্তর স্বাক্ষর করা আমন্ত্রণপত্র ইতিমধ্যেই পাঠানো হয়েছে সমস্ত পুর চেয়ারম্যানের কাছে। ওইদিন সকাল ১০ থেকে শুরু হবে ওই বিশেষ বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করবেন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ সেই বৈঠকে মুখ্যমন্ত্রীও থাকবেন বলে খবর৷ যদিও নগরোন্নয়ন দপ্তরের তরফ থেকে এটিকে রুটিন বৈঠক বলা হয়েছে। তবে রাজ্যজুড়ে আসন্ন পুরভোটের আগে এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যে বিজেপি সহ অন্যান্য বিরোধীদের মোকাবিলার ক্ষেত্রে উন্নয়নকেই হাতিয়ার করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে পুর ভোটে রাজনীতৈক ইস্যুর থেকেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে উন্নয়ন৷ আর তাই ভোটের আগে পুরসভার উন্নয়নের খতিয়ান নিতেই এই বৈঠক বলে মনে করছে প্রশাসনিক মহল। এই বৈঠকের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে শৌচাগার। রাজ্যে এখনও ৪০ পুরসভায় উন্মুক্ত শৌচাগার রয়েছে। পুরভোটের আগেই রাজ্যের সবকটি পুরসভাকে উন্মুক্ত শৌচাগার মুক্ত ঘোষণা করতে চায় রাজ্য। আর সেই কারনেই শৌচাগারের ইস্যুটি বিশেষভাবে আলোচিত হবে এই বৈঠকে। সঙ্গে রয়েছে ডেঙ্গু মোকাবিলার মতো ইস্যুও। পাশাপাশি বাকি উন্নয়নের হাল হকিকত খতিয়ে দেখতেও এই সভা। সব ঠিক থাকলে এপ্রিলের ১২ তারিখ নাগাদ হতে পারে কলকাতা পুরসভার ভোট।। ১৬ তারিখ প্রকাশ হতে পারে কলকাতা পুরসভার ভোটের ফল। এর পরই শুরু হবে রাজ্যজুড়ে একাধিক পুরসভার ভোট। এই ভোটের আগে উন্নয়নের কাজ সব শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।
SOURAV GUHA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।