হোম /খবর /কলকাতা /
করোনা আবহে পুজো, ৫০% ছাড় দেবে CESC ও WBSEDCL, ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা আবহে পুজো, ৫০% ছাড় দেবে CESC ও WBSEDCL, ঘোষণা মুখ্যমন্ত্রীর

’ Photo-File

’ Photo-File

পুজো মন্ডপের বিদ্যুৎ বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়ার খবর ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: পুজো উদ্যোক্তাদের খরচের চিন্তা অনেকাংশে লাঘব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ করোনা পরিস্থিতিতে বাঙালির সবচেয়ে বড় দুর্গোৎসবকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে সহযোগিতা করবে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা CESC ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম ৷ পুজো মন্ডপের বিদ্যুৎ বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়ার খবর ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য সরকারের বিদ্যুত বন্টন সংস্থাই নয়, বেসরকারি সংস্থা CESC-ও এই সুবিধে দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

অন্য সব বছরের থেকে এবছর দুর্গাপুজো একদম আলাদা ৷ তাই এবছর দুর্গাপুজোর নিয়মগুলোও অন্যবছরের থেকে অনেক আলাদা ৷ করোনা আবহে সুষ্ঠভাবে পুজো করানো রাজ্যসরকারের এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ ৷ এমন কঠিন পরিস্থিতিতে কিভাবে কোভিড বিধি মেনে পুজো হবে সেই রূপরেখা ঠিক করার সঙ্গে সঙ্গে রাজ্যের সমস্ত পুজো উদ্যোক্তাদের জন্য একাধিক খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, এবছর দুর্গাপুজোর জন্য পুজো কমিটিগুলির থেকে কোনও ট্যাক্স নেবে না পুরসভা এবং পঞ্চায়েত ৷ এমনকী পুজো কমিটিগুলিকে দমকলকেও কোনও ফি দিতে হবে না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে করোনা পরিস্থিতি পুজোর গাইডলাইন নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মঞ্চ থেকেই পুজোর কর ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷ তিনি বলেন, চলতি বছর মহামারী এবং করোনা রুখতে লকডাউনের কারণে প্রভাব পড়েছে মানুষের আয়ে ৷ সেজন্য এবছর তেমনভাবে বিজ্ঞাপনও তুলতে পাবেন না পুজো কমিটিগুলি ৷ তাই সেই কথা ভেবেই রাজ্যসরকারের তরফে এই কর ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷

এখানেই শেষ নয়, একইসঙ্গে পুজোর আয়োজন সুষ্ঠভাবে সম্পন্নের জন্য তিনি প্রত্যেক পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেন ৷ যা গত বছরের থেকে দ্বিগুণ ৷ গত বছর পুজো. ক্লাবগুলিকে ২৫ হাজার টাকা অনুদান দিয়েছিল রাজ্য সরকার৷ উল্লেখ্য, চলতি বছর রাজ্যে আবাসন, পাড়া, ক্লাব মিলিয়ে ৩৭ হাজারেরও বেশি পুজো হচ্ছে।

Published by:Elina Datta
First published: