হোম /খবর /কলকাতা /
'পিএম পোষণ' লোগো আছে তো? মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের নজরে 'লোগো'

Mid Day Meal: 'পিএম পোষণ' লোগো আছে তো? মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের নজরে 'লোগো'

মিড মিলের প্রতীকী ছবি

মিড মিলের প্রতীকী ছবি

Mid Day Meal: যেখানে মিড ডে মিল রান্নার সময় সেই রান্নার খাবার টেস্ট করা হয় নাকি, তার জন্য কোন টেস্টিং রেজিস্টার আছে নাকি সেটাও দেখছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

  • Share this:

কলকাতা: গত ৩০ শে জানুয়ারি থেকেই মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল বিভিন্ন জেলায় জেলায় পরিদর্শন শুরু করেছে। আর সেই ১২ সদস্যর প্রতিনিধি দলের নজরে এবার "পিএম পোষণ" লোগো। মিড ডে মিলের রান্না যেখানে হচ্ছে, যেখানে পড়ুয়ারা খাবেন, সেখানে-সহ স্কুলের মধ্যে এই লোগো লাগানো হয়েছে নাকি তা নিয়েই বিশেষভাবে নজর দিচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

শুধু তাই নয়, মোট ৪৩ দফা প্রশ্নমালা নিয়ে বিভিন্ন জেলায় জেলায় ঘুরছে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল। যেখানে মিড ডে মিল রান্নার সময় সেই রান্নার খাবার টেস্ট করা হয় নাকি, তার জন্য কোন টেস্টিং রেজিস্টার আছে নাকি সেটাও দেখছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

আরও পড়ুন: আয়কর ব্যবস্থা সরল হোক, চেয়েছিলেন প্রধানমন্ত্রী! নতুন কর কাঠামো নিয়ে আশাবাদী নির্মলা

আরও পড়ুন: 'ভারতীয় ব্যাঙ্কিং সেক্টর 'নিরাপদ'..., SBI-LIC নিয়ে বড় দাবি নির্মলা সীতারমণের!

তারই সঙ্গে শিশুদের দৈনিক স্বাস্থ্য পরীক্ষা, যে জল দিয়ে রান্না হয় সেই জলের গুণমান প্রতিনিয়ত দেখা হয় নাকি, মিড ডে মিল নিয়ে অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে নাকি, শিশুদের ওজন এবং প্রতিনিয়ত চেকআপ করা হয় নাকি, স্কুলে স্কুলে ইকো ক্লাব তৈরি হয়েছে নাকি, খাদ্যশস্যের জন্য রেজিস্টার মেনে চলা হয় নাকি, প্রতিনিয়ত পরিদর্শন করা হয় নাকি, মিড ডে মিলের জন্য আলাদা করে কোন কমিটি রয়েছে নাকি, একাধিক প্রশ্ন নিয়েই কেন্দ্রীয় প্রতিনিধি দল বিভিন্ন স্কুলে স্কুলে পরিদর্শন করছে বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর, পরিদর্শনে বেশ কয়েকটি স্কুলের মিড ডে মিলের লোগো ব্যবহার না করা-সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের নজরে এসেছে। যার পরেই বিশেষভাবে সতর্ক হয়েছে রাজ্যকে। বিভিন্ন জেলায় জেলায় স্কুলগুলিকেও এই বিষয় নিয়ে সতর্ক করা হয়েছে বলেই জানা গিয়েছে।

উত্তরবঙ্গের একাধিক জেলায় পরিদর্শনের পাশাপাশি ইতিমধ্যেই দক্ষিণবঙ্গেরও কয়েকটি জেলায় পরিদর্শন করেছে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল। ন'বছর বাদে জয়েন্ট রিভিউ মিশনের অধীনে এই প্রতিনিধি দল রাজ্যে এসেছে মিড ডে মিল নিয়ে পরিদর্শনের জন্য।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Published by:Uddalak B
First published:

Tags: Mid Day Meal