#কলকাতা: সিতাইয়ের বিধায়ক জগদীশ বাসুনিয়াকে নিয়ে নিয়ে গত মাসেই দিনহাটার গোসানিমারি কান্তেশ্বরী মন্দিরে পুজো দিয়েছিলেন অনন্ত মহারাজ। তার পর থেকেই রাজবংশী সমাজের এই বিশিষ্ট মানুষটিকে নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছিল। জল্পনা ছড়িয়েছিল, এবার কি তৃণমূলে যোগ দিচ্ছেন অনন্ত মহারাজ? বিধানসভা ভোটের আগে আগে অসমে গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করেন অনন্ত মহারাজ। রাজবংশী ভোট পেতে তাঁকে কাছে টানার চেষ্টার কসুর ছাড়েনি গেরুয়া শিবির। যদিও আনুষ্ঠানিকভাবে কখনও বিজেপির হাত ধরেননি অনন্ত মহারাজ। কিন্তু বিধানসভা ভোটের পর তাঁর তৃণমূলে আগমন নিয়ে জল্পনা ছড়ায়। তা বন্ধ করতেই এবার অনন্তকে আরও গুরুত্ব দিল বিজেপি। অনন্ত মহারাজকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অপরদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে এ রাজ্যে Z ক্যাটাগরির নিরাপত্তা দিল অমিত শাহের মন্ত্রক।
গত বিধানসভা নির্বাচনেও একেবারে বিজেপি ঘনিষ্ঠ ছিলেন গ্রেটার কোচবিহার পিপসল অ্যাসোসিয়েশের কর্ণধার অনন্ত মহারাজ। একাধিক নির্বাচনী মিটিংয়েও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। এমনকী খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবারের বিধানসভা নির্বাচনের আগে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে তাঁর অসমের বাড়িতে ছুটে গিয়েছিলেন। যদিও কখনই বিজেপিতে যোগ দেননি তিনি।সূত্রের খবর সেই অনন্ত মহারাজের সঙ্গে গত মঙ্গলবার রাতেই দেখা করেছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এরপরই বিজেপির অন্দরে আলোড়ন পড়ে।
এবারের রাজ্যে প্রবল তৃণমূলী হাওয়ার মধ্যেই কোচবিহারের রাজবংশী ভোটের অধিকাংশই গিয়েছে বিজেপির বাক্সে। তার নেপথ্যে অনন্ত মহারাজের ভূমিকা অনস্বীকার্য। তাই অনন্ত মহারাজের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল। তাঁর তৃণমূলে যোগদান নিয়েও জল্পনা ছড়ায়। তা রুখতেই এবার তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত অমিত শাহের দফতরের।
অপরদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজেপিতে আলাদা জায়গা করে নিয়েছেন শুভেন্দু অধিকারী। দিল্লির নেতৃত্ব শুভেন্দুর উপর সন্তুষ্টও। এই পরিস্থিতিতে শুভেন্দুর ভাই সৌমেন্দুকে একেবারে Z ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।