#বসিরহাট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আমফান বিধ্বস্ত পশ্চিমবঙ্গের অবস্থা দেখে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্যের এই দুর্দিনে পুরো দেশ পাশে আছে এই বার্তা দেন প্রধান মন্ত্রী ৷ পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন প্রাথমিক ভাবে ক্ষতি থেকে রক্ষার জন্য রাজ্যকে ১০০০ কোটি টাকার সাহায্য দেওয়া হল৷ এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাংবাদিকদের মুখোুমখি হন ৷
প্রধানমন্ত্রীর মতো তিনিও জানিয়েছেন, একসঙ্গে কাজ করতে হবে৷ বিপর্যয়ের পর একসঙ্গে কাজ করতে হবে ৷ মুখ্যমন্ত্রী আরও বলেছেন, দ্রুত বাঁধ মেরামতি প্রয়োজন ৷ বাঁধ মেরামতিতে অনেক টাকা লাগবে বলেও তিনি জানিয়েছেন ৷ বিদ্যুতের অবস্থা শোচনীয় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ব্যাপক ক্ষতি হয়েছে চাষের ৷ মমতা-র মতে প্রাথমিক হিসেব অনুযায়ী ক্ষতি হয়েছে ১ লক্ষ কোটি টাকার বেশি ৷ প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে হেলিকপ্টার সফরে প্রায় ১ঘণ্টা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।