#কলকাতা: আমফানে কতটা ক্ষতি হল রাজ্যে? তাই জানতে রাজ্যে কেন্দ্রীয় দল৷ আমফানে লন্ডভন্ড কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা৷ আমফানের ক্ষতি জানতে দল পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবে এই কেন্দ্রীয় দল৷ দুই ২৪ পরগনাতেও যাবেন দলের প্রতিনিধিরা৷ কারণ সব থেকে বেশি ক্ষতি হয়েছে এই দুই জেলায়৷ কলকাতার বিপর্যস্ত এলাকাতেও যাবেন তাঁরা৷ ক্ষয়ক্ষতির রিপোর্ট দেবে প্রতিনিধি দল৷ ক্যাবিনেট সচিবের সঙ্গে মুখ্যসচিবের বৈঠক৷ NDRF-এর অতিরিক্ত দলও আসছে রাজ্যে৷ উদ্ধারকাজের জন্য অতিরিক্ত দল কলকাতায়৷ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এই খবর পাওয়া গিয়েছে৷
ইতিমধ্যেই ট্যুইট করেছেন অমিত শাহ৷ তিনি বলেছেন যে সারাধণ মানুষের সুরক্ষার জন্য বদ্ধপরিকর প্রধানমন্ত্রী৷ পশ্চিমবঙ্গ এবং ওড়িশাবাসীকে ঘর থেকে বাইরে না আসতে অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
PM @narendramodi’s government is committed for the safety and security of every citizen.
— Amit Shah (@AmitShah) May 21, 2020
NDRF teams are already on ground to help people in need.
I urge people of West Bengal and Odisha to stay indoor and follow instructions.
Praying for everyone’s safety and well being.
অন্যদিকে ট্যুইট করে আমফানে ক্ষতিগ্রস্থদের জন্য সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ এটা একটা মস্ত চ্যালেঞ্জের সময় বলে উল্লেখ করেছেন তিনি৷ সকলের জন্য প্রার্থনার কথা বলেছেন নরেন্দ্র মোদি৷ একযোগে এই বিপর্যয় মোকাবিলায় কাজ হবে বলেই তিনি জানিয়েছেন৷
Have been seeing visuals from West Bengal on the devastation caused by Cyclone Amphan. In this challenging hour, the entire nation stands in solidarity with West Bengal. Praying for the well-being of the people of the state. Efforts are on to ensure normalcy.
— Narendra Modi (@narendramodi) May 21, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, Amphan, Narendra Modi