হোম /খবর /কলকাতা /
মিড-ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে পৌঁছল কেন্দ্রীয় প্রতিনিধি দল

মিড-ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে পৌঁছলো কেন্দ্রীয় প্রতিনিধি দল,  ৪ জেলায় পরিদর্শনের সম্ভাবনা

রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল

রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল

কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শন করলেও রিপোর্ট সন্তোষজনকই আসবে, আত্মবিশ্বাসী রাজ্য।

  • Share this:

কলকাতা: রাজ্যের স্কুল গুলিতে মিড-ডে মিল পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় এসে পৌঁছলো কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফে নির্বাচিত মোট ১১ জন আধিকারিক এবং সঙ্গে একজন ইউনিসেফের সদস্যকে নিয়ে যৌথভাবে মিড-ডে মিল নিয়ে জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে খতিয়ে দেখবে পরিস্থিতি।

রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই উত্তর ২৪ পরগনা জেলা পরিদর্শনের মধ্য দিয়ে তাদের এই রিভিউ মিশন শুরু করতে চলেছেন এই প্রতিনিধি দল।মোট চারটি জেলায় এই জয়েন্ট রিভিউ মিশনের আধিকারিকরা পরিদর্শন করতে পারেন বলে এখনও পর্যন্ত খবর সূত্রের।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে রাজ্যকে চিঠি দিয়ে এই প্রতিনিধি দল সম্পর্কে ইতিমধ্যেই জানানো হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে উত্তরাখণ্ডের এক বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান ড. অনুরাধা দত্ত এই কমিটির দায়িত্বে থাকছেন। ১২ সদস্যের প্রতিনিধি দলে unicef এর প্রতিনিধিও থাকছেন। পাশাপাশি পিএম পোশানের কয়েকজন কনসালট্যান্টকেও এই প্রতিনিধি দলে রাখা হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের এক আধিকারিক কেও রাখা হয়েছে এই প্রতিনিধি দলে। রাজ্যের শিক্ষা সচিব কে চিঠি দিয়ে এই দলকে সহায়তা করার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে।

আরও পড়ুন: 'অনুব্রতহীন' বীরভূমে মুখ্যমন্ত্রী! কাল থেকে চার দিনের জেলা সফর মমতার! দেখুন বিস্তারিত সফরসূচি

আরও পড়ুন: জিম-Yoga-ডায়েট ভুলে যান! জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়েই হুড়মুড়িয়ে কমবে ওজন! মেনে চলুন এই টিপস

বিগত কয়েকদিন ধরে রাজ্যের অধীনে থাকা বিদ্যালয় গুলিতে মিড-ডে মিলের গুণমান নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলের অনেকেই। তবে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনের আগে অতিমাত্রায় সতর্ক রাজ্য সরকার। ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফে আধিকারিকরা দফায় দফায় পরিদর্শন সেরেছেন জেলার বিভিন্ন স্কুলগুলিতে। জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় এই মুহূর্তে মোট ৪১১৬টি স্কুলে মিড-ডে মিল দেওয়া হয় ছাত্রছাত্রীদের। সেইসব স্কুলগুলিতে ইতিমধ্যেই আধিকারিকেরা পরিদর্শন করে মিড-ডে মিলের  সঠিক চার্ট আছে কি না, মিড-ডে মিলের জন্য প্রতিমাসে স্কুলের যে অর্থ বরাদ্দ করা হয় তার রেজিস্টার খাতা ঠিকঠাক আছে কি না, স্কুলের মিড-ডে মিলের লোগো ঠিকঠাক আছে কি না, চাল, ডাল যেখানে রাখা হয় সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না ইত্যাদি বিষয় বারংবার খতিয়ে দেখছেন। কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শন করলেও রিপোর্ট সন্তোষজনকই আসবে, আত্মবিশ্বাসী রাজ্য।

Published by:Rachana Majumder
First published:

Tags: Mid Day Meal