হোম /খবর /কলকাতা /
বাঘের শরীরেও করোনা ভাইরাসের থাবা,পশুদের কোভিড সংক্রমণ রুখতে কেন্দ্রের নির্দেশিকা

বাঘের শরীরেও করোনা ভাইরাসের থাবা, পশুদের কোভিড সংক্রমণ রুখতে কেন্দ্রের নির্দেশিকা  

বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রীয় সরকারের এই অ্যাডভাইজারি আসার অনেক আগে থেকেই রাজ্য সরকার সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: নিউইয়র্কে প্রথম বাঘের শরীরে মিলেছে করোনাভাইরাস সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যগুলিকে অ্যাডভাইজারি পাঠিয়েছে।  পশুপাখি যাতে সুরক্ষিত থাকে তার সমস্ত পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রীয় সরকারের এই অ্যাডভাইজারি আসার অনেক আগে থেকেই রাজ্য সরকার সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে বাঘ এবং অন্যান্য পশু পাখি যাতে সুরক্ষিত থাকে।

বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, গত ফেব্রুয়ারি মাস থেকেই সমস্ত পশুপাখিদের সুরক্ষিত রাখার জন্য নিয়মিত অ্যান্টি ভাইরাস স্প্রে করা হচ্ছে। 17 ই মার্চ থেকে চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যান্ট্রি ভাইরাসের পাশাপাশি  সব সময় স্যানিটাইজের কাজ করা হচ্ছে। তিনি আরো জানান, চিড়িয়াখানার আধিকারিকের  সঙ্গেও এ বিষয়ে বৈঠকও করছেন।  সিদ্ধান্ত  হয়েছে চিড়িয়াখানার পশু পাখিদেরকে যারা খাবার বিতরণ করবে তাদের নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখেই খাবার দিতে হবে। পাশাপাশি চিড়িয়াখানায় ডাক্তার পশুদের দেখভালে থাকবেন আজ থেকে তিনি PPE পড়বেন। যে খাবার দেওয়া হচ্ছে পশু পাখিদের সেই খাবারও জীবাণু মুক্ত কিনা তা পরীক্ষা করে তবেই দেওয়া হচ্ছে।

Sourav Guha 

Published by:Elina Datta
First published:

Tags: Corona, Corona Advisory for animals, Corona outbreak, Corona state lock down, Coronavirus, COVID-19, Tiger Covid 19 positive