corona virus btn
corona virus btn
Loading

কখনও মিছিলে হেঁটে, কখনও গাড়িতে চেপে প্রচার চালালেন তারকা প্রার্থীরা

কখনও মিছিলে হেঁটে, কখনও গাড়িতে চেপে প্রচার চালালেন তারকা প্রার্থীরা
Photo: News 18 Bangla
  • Share this:

#কলকাতা: রবিবাসরীয় প্রচারে বাড়তি জোর তারকা প্রার্থীদের। কখনও মিছিলে হেঁটে, কখনও গাড়িতে চেপে। কখনও বা নির্বাচনী সভায় বক্তৃতা। প্রচারে দম ফেলার সময় পেলেন না তারকা প্রার্থীরা।

নায়ক যখন হাতের নাগালে চলে আসেন, তখন মানুষের ভিড় তো থাকবেই। ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেবের প্রচারে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। দাসপুর থেকে রানীচক, মিছিল, রোড শো, সভা মিলিয়ে জমজমাট প্রচারে রুপোলি পর্দার নায়ক।

আরও পড়ুন ভোট উৎসবে সামিল হতে এক্কেবারে তৈরি একশো বছরের এই 'যুবক'

রাস্তা ভাঙা তাই দলীয় কর্মীর বাইকে চেপেই সিঙ্গুর থেকে মির্জাপুর পর্যন্ত প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। দুর্গাপুরের ফরিদপুর ব্লকে বেশ কয়েকটি নির্বাচনী সভা করলেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন।

First published: April 8, 2019, 12:40 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर