#কলকাতা: নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলেও এবার সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের। হস্টেলে বসবে গোপন ক্যামেরাও। শীঘ্রই এর জন্য সমীক্ষা শুরু করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজাগোপাল ধর চক্রবর্তী ।
কর্তৃপক্ষের দাবি, হস্টেলে অনেক সময়ের র্যাগিংয়ের অভিযোগ ওঠে। কিন্তু অনেকেই ভয়ে মুখ খুলতে চান না। সিসিটিভি ক্যামেরা থাকলে, এই ধরনের অভিযোগে যথাযথ তদন্ত সম্ভব হবে। পাশাপাশি, অনেকটাই বাড়বে হস্টেলের সুরক্ষা।
অতীতে বিভিন্ন ঘটনায় দেখা গিয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি করেও উপযুক্ত প্রমাণের অভাবে ছাড় পেয়ে গিয়েছে অভিযুক্ত ৷ কলেজ ছাড়া হস্টেলগুলিতেও নজরদারির জন্য এই পদক্ষেপ নিচ্ছে সরকার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta University, CCTV, CCTV Survillance