#কলকাতা: প্রকাশ্যে এল মধ্যমগ্রামে প্রোমোটার গৌতম দে সরকার খুনের আগের সিসিটিভি ফুটেজ । খুনের ঘটনায় ইতিমধ্যেই ধৃত কুরু নামে স্থানীয় এক প্রোমোটর। একটা সময়ে অপরাধমূলক কাজে যুক্ত ছিল কুরু। নিহত গৌতম দে সরকারের বাড়ির সিসিটিভি ফুটেজে স্পষ্ট হচ্ছে কুরুর যোগ।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গৌতমকে বাড়ি থেকে সেলুনে ডেকে নিয়ে যাচ্ছে কুরু। গত শুক্রবার মধ্যমগ্রামে গোষ্ঠীদ্বন্দ্বে খুন হন প্রোমোটার গৌতম। ভাইয়ের সামনেই গৌতমকে গুলি করা হয়। স্থানীয় দুষ্কৃতী কুরু ও টুবাই গোষ্ঠীর সঙ্গে এলাকা দখল নিয়ে বিবাদের জেরেই খুন বলে অভিযোগ ওঠে।
জানা যায়, শুক্রবার সকালে গৌতমকে বাড়ি থেকে ডেকে মধ্যমগ্রাম গার্লস হাইস্কুলের কাছে একটি সেলুনে নিয়ে যায় কুরু। সিসিটিভি ফুটেজেও সেই ছবি স্পষ্ট। ঘটনায় মধ্যমগ্রাম এক নম্বর এলাকার আরেক দুষ্কৃতী টুবাই ও তার গোষ্ঠীর-এর নাম জড়ালেও এখনও পর্যন্ত কুরু ছাড়া আর কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ক্ষোভ বাড়ছে মধ্যমগ্রামের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CCTV Footage, Madhyamgram