CCTV Footage: মা ফ্লাইওভারে ভয়াবহ বাইক দুর্ঘটনা, সেতু থেকে ৩৫ ফুট নিচে ছিটকে পড়লেন আরোহী

CCTV Footage: মা ফ্লাইওভারে ভয়াবহ বাইক দুর্ঘটনা, সেতু থেকে ৩৫ ফুট নিচে ছিটকে পড়লেন আরোহী
CCTV Footage

বুধবার ১৪ অগাস্টের রাতে মা ব্রিজের ওপর ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারান দুই ব্যক্তি ৷

  • Share this:

    #কলকাতা: বুধবার ১৪ অগাস্টের রাতে মা ব্রিজের ওপর ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারান দুই ব্যক্তি ৷ ঘটনাস্থলেই মৃ্ত্যু হয় বাইকের পিছনে বসে থাকা আরোহীর ৷ বাইকটে সেতুর রেলিংয়ে সজোর ধাক্কা খেতেই তিনি ছিটকে ব্রিজ থেকে ৩৫ ফুট নিচে পড়ে যান ৷ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বাইক চালকের ৷

    পুলিশ জানিয়েছে, বাইক চালাচ্ছিলেন ৪৬ বছরের উত্তম ঘোষাল ৷ সেতুতেই ছিটকে পড়েন উত্তমবাবু ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছে তাঁর পরিবার ৷ হাসপাতালে নিয়ে গেলে উত্তমবাবুকে অক্সিজেন পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ তাঁকে দীর্ঘ সময় ধরে স্ট্রেচারেই ফেলে রাখা হয় ৷ সেই ভয়াবহ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে আঁতকে উঠবেন যে কেউ ৷

    First published:

    লেটেস্ট খবর