কলকাতা : তদন্তে আগেই জানা গিয়েছে, উত্তর প্রদেশের সংস্থা নায়সা-কে দিয়ে ওএমআর-এর মূল্যায়ন করা হয়েছিল। সেই সংস্থার অফিস রয়েছে গাজিয়াবাদে। সেই অফিস থেকেও তথ্য সংগ্রহ করেছে তদন্তকারী সংস্থা। এবার এসএসসি-র সঙ্গে নায়সার গাঁটছড়া বেঁধে দিয়েছিলো সুবীরেশ ভট্টাচার্য। টেট ২০১৫-র সময় নায়সাকে প্রথম কমিশনে নিয়ে আসে সুবীরেশ, এমনটাই উল্লেখ চার্জশিটে।
২০১৫-র টেট জনিত 'ওয়ার্কঅর্ডার '- এ কাজ সম্পূর্ণ না করেই সুবীরেশ ভট্টাচাৰ্যর সুপারিসে এসএসসি বিল পেমেন্ট করে নায়সাকে। সুবীরেশের কথায় ৭৭ লক্ষ টাকার আশি পার্সেন্ট নায়সা পেয়েছিল এসএসসি দফতর থেকে, সাপ্লিমেন্টারি চার্জেশিটে এমনটাই চঞ্চল্যকর দাবি সিবিআই- এর। সুবীরেশেরর কথাতেই ২০১৫- র টেটের ওয়ার্কঅর্ডার দেওয়া হয়েছিল ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর, এও উল্লেখিত চার্জশিটে। সে-সময় নীলাদ্রি ছিল নায়সা-র ভাইস প্রেসিডেন্ট। পরীক্ষা কেন্দ্র থেকে শুরু করে প্রশ্নপত্রের মূল্যায়ন, সব দায়িত্বই দেয়া হয় নায়েসাকে। সংস্থা তাদের প্রথম বিল দেয় গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা হয়ে যাওয়ার পর। তারপরে চেষ্টা শুরু করে কমিশনের কাছ থেকে 'ওয়ার্ক ডান সার্টিফিকেট' পাওয়ার জন্য। আইটিইএস এবং প্রোগ্রাম অফিসার দু'জনেই জানিয়েছেন , দুটো পরীক্ষার স্ক্যান ও মূল্যায়ন করা ওএমআর শিট নায়সা কমিশনকে ফেরত দিতে পারেনি। তা সত্ত্বেও নাইস্যর দেওয়া ৭৭ লক্ষ টাকা বিলের ৮০ শতাংশ সুবীরেশ পেমেন্ট করে দেওয়ার নির্দেশ দেন।
২০১৭ সালের ২৪ শে জুলাই গ্রুপ সি পদের সফল পরীক্ষার্থীদের রেজাল্ট বের হয় ওএমআর মূল্যায়ন ডাটা ছাড়াই। ২০১৮ তেও নায়সা ওয়ার্কঅর্ডারের শর্ত পূরণ করতে পারেনি। তাহলে কি সুবীরেশ নায়সাকে সুবিধা পাইয়ে দিত? বিল পেমেন্টের আগে নায়সা-র থেকে 'ওয়ার্ক ডান সার্টিফিকেট' চান এসএসসির প্রোগ্রাম অফিসার ও ITES অফিসার। কিন্তু নায়সা তা দিতে পারেনি। টেট ২০১৫-র সময় নায়সাকে প্রথম কমিশনে নিয়ে আসেন সুবীরেশ। চুক্তি হয়েছিল, গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে এবং গ্রুপ ডি পোস্টের পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া করবে নায়সা। পরীক্ষা নেওয়া তারপর মূল্যায়ন করে ওএমআর শিট কমিশনকে ফেরত দেওয়া এবং রেজাল্ট দেওয়া সবই করবে এই সংস্থা। এগুলো দেওয়ার পাশাপাশি অন্যান্য যাবতীয় তথ্য কমিশনকে সংস্থা দেবে সফট কপিতে অর্থাৎ সিডি বা পেনড্রাইভে করে। নায়সা পরীক্ষার ভেন্যু, টাইপ টেস্ট ঠিক করত। সব মিলে বলা যায় সিবিআই-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে নীলাদ্রির সংস্থা নায়সার সঙ্গে সুবীরেশ মারফত যোগসূত্র স্থাপন করে এসএসসি কমিশন।
ARPITA HAZRA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI