#কলকাতা: আজ মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর তিনটের মধ্যে রুজিরাকে জেরা করতে তার বাসভবনে যাচ্ছে সিবিআই। কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের আগে সিবিআই-এর প্রস্তুতি তুঙ্গে৷ সূত্রের খবর, দলে সিবিআই অফিসাররা তো থাকছেনই, তার সঙ্গে থাকছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার লিগাল অ্যাডভাইজরি সেলের তিন দুঁদে আইনজীবী৷ তাঁদের মধ্যে দু' জনকে তড়িঘড়ি দিল্লি থেকে উড়িয়ে আনা হচ্ছে৷ রুজিরার বয়ান রেকর্ড করাও হতে পারে।
সোমবারই রুজিরার বোন তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে প্রায় আড়াই ঘণ্টা জেরা করেন সিবিআই অফিসারদের ছ' জনের একটি দল৷ সেই দলে দুই মহিলা অফিসারও ছিলেন৷ দলের নেতৃত্বে রয়েছেন সিবিআই-এর অ্যাডিশনাল এসপি উমেশ কুমার৷ মঙ্গলবার রুজিরাকে জিজ্ঞাসাবাদের সময় এই ছ' জনের আরও তিন আইনজীবী যুক্ত হচ্ছেন৷ অর্থাৎ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর তরফে মোট ৯জনের একটি দল মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছে৷
কয়লা পাচার কাণ্ডে রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবারই কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন সিবিআই অফিসাররা৷ সেই সময় রুজিরা বাড়ি না থাকায় তাঁকে নোটিস দিয়ে ফিরে আসেন সিবিআই কর্তারা৷ এর পরে, সোমবার রুজিরা চিঠি দিয়ে সিবিআই-কে জানান, মঙ্গলবার বেলা ১১টা থেকে ৩টের মধ্যে তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে প্রস্তুত৷ কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েই রুজিরাকে জেরা করবে সিবিআই৷
সিবিআই-এর তৎপরতা নিয়ে রাজ্জিয রাজনীতিতে জোর চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল বলছে, সিবিআই-এর রাজনীতিকরণ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরাসরি বিষয়টা না তুললেও প্রকান্তরে বলেন, চমকে ধমকে লাভ হবে না। এদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বলছেন, "কয়লাকাণ্ডে জড়িত বিনয় মিশ্র অভিষেকের পরিবারের ঘনিষ্ঠ ছিল। গোরুপাচার কয়লাপাচারে বহু লোক যুক্ত আছে। সিবিআই তদন্তে লোক খুশি। এই দুর্নীতি বন্ধ হওয়া উচিত।" রাজীব কুমারের ঘটনাও তুলে আনেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত রাজীব কাণ্ডের শুনানিও আজ হতে পারে সুপ্রিম কোর্টে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।