• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • সুকান্ত ঘোষ খুনের ঘটনায় ফের সিবিআইকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

সুকান্ত ঘোষ খুনের ঘটনায় ফের সিবিআইকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

 হাইকোর্টে বড় ধাক্কা খেল সিবিআই। বারাকপুরে স্বর্ণকার সুকান্ত ঘোষ খুনের ঘটনায়, দ্বিতীয়বার তদন্ত শুরুর নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

হাইকোর্টে বড় ধাক্কা খেল সিবিআই। বারাকপুরে স্বর্ণকার সুকান্ত ঘোষ খুনের ঘটনায়, দ্বিতীয়বার তদন্ত শুরুর নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

হাইকোর্টে বড় ধাক্কা খেল সিবিআই। বারাকপুরে স্বর্ণকার সুকান্ত ঘোষ খুনের ঘটনায়, দ্বিতীয়বার তদন্ত শুরুর নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: হাইকোর্টে বড় ধাক্কা খেল সিবিআই। বারাকপুরে স্বর্ণকার সুকান্ত ঘোষ খুনের ঘটনায়, দ্বিতীয়বার তদন্ত শুরুর নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্ব সিট গঠন করে তদন্তের নির্দেশ। তদন্ত চলবে হাইকোর্টের নজরদারিতেই। স্থগিতাদেশ নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায়।

  প্রথমবারের তদন্তে অসন্তুষ্ট। তাই বারাকপুরের সুকান্ত ঘোষ খুনের ঘটনা, সিবিআইকে ফের তদন্ত শুরুর নির্দেশ দিল হাইকোর্ট। দু'হাজার সাতের ৬ জুলাই পরিচিত ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান স্বর্ণকার সুকান্ত ঘোষ। পরের দিন টিটাগড়ে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় তাঁর। খুনের তদন্ত শুরু করে পুলিশ। ছিনতাইয়ের উদ্দেশেই খুন। নিম্ন আদালতে তিনজনের নামে চার্জশিট পেশ করে দাবি করে পুলিশ।

  সুকান্ত ঘোষ খুনের মামলা

  - পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে হাইকোর্টে যায় নিহতের পরিবার -  সিবিআই তদন্তের দাবি তোলে নিহতের পরিবার - ২০০৯-এর অগাস্টে সিবিআইয়ের হাতে মামলা তুলে দেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় - তদন্তে নেমে সিবিআই দু'টি চার্জশিট পেশ করে - ২০১০-এর ডিসেম্বর ও  ২০১১-র নভেম্বরে চার্জশিট পেশ - অভিযুক্ত প্রণয়কুমার সাউ টিটাগড়ের তৎকালীন বাম বিধায়ক পরভিন কুমার সাউয়ের ভাইপো

  সিবিআইয়ের তদন্তে অসন্তুষ্ট হয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয় নিহতের পরিবার। তদন্তে বেশকিছু বিষয়ে ধোঁয়াশা দেখা দেওয়ায়, খুনের ঘটনার নয় বছর পর ফের তদন্ত শুরুর নির্দেশ দিলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।

  রাজ্য পুলিশের তদন্তে গাফিলতি। ভরসা নেই কলকাতা পুলিশ, সিআইডি-তেও। এরকম অভিযোগ আকছারই শোনা যায় রাজ্যজুড়ে। কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ওপর ভরসা রেখেও যে অনেক সময় সুফল মেলে না, তা প্রমাণিত হল হাইকোর্টের এদিনের নির্দেশে।

  First published: