• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • এবার শোভন চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই

এবার শোভন চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই

 নারদাকাণ্ডের তদন্তে এবার ডাক পড়ল শোভন চট্টোপাধ্যায়ের

নারদাকাণ্ডের তদন্তে এবার ডাক পড়ল শোভন চট্টোপাধ্যায়ের

নারদাকাণ্ডের তদন্তে এবার ডাক পড়ল শোভন চট্টোপাধ্যায়ের

 • Share this:
  #কলকাতা: নারদাকাণ্ডের তদন্তে এবার ডাক পড়ল শোভন চট্টোপাধ্যায়ের ৷ সদ্য বিজেপিতে যোগদানকারী শোভন চট্টোপাধ্যায়কে তলব করল সিবিআই ৷ শনিবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৷সারদার পর এবার নারদকাণ্ড নিয়েও সক্রিয় সিবিআই ৷ ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে প্রকাশ্যে আসে ৫৩ ঘণ্টার নারদ স্টিং ফুটেজ। ১২ তৃণমূল নেতা এবং এক আইপিএস-এর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। তদন্তের পর সব মিলিয়ে নারদকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে দিল্লিতে এফআইআর দায়ের করে সিবিআই ৷ সেই ফুটেজে দেখা গিয়েছিল তৎকালীন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও ৷ সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই শোভন চট্টোপাধ্যায়কে ডেকে পাঠাল সিবিআই ৷
  First published: