হোম /খবর /কলকাতা /
নবম-দশম শিক্ষক নিয়োগ দূর্নীতিতে অন্তবর্তী চার্জশিট, কোটি-কোটি লেনদেনের অভিযোগ

SSC Scam: নবম-দশমে শিক্ষক নিয়োগ দূর্নীতিতে অন্তবর্তী চার্জশিট, কোটি-কোটি টাকা লেনদেনের অভিযোগ

চার্জশিট দিল সিবিআই

চার্জশিট দিল সিবিআই

SSC Scam: গত বছর অক্টোবর মাসে নবম-দশম শ্রেনির নিয়োগ দুর্নীতিতে চার্জশিট পেশ করেছিল সিবিআই৷

  • Share this:

কলকাতা: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাপ্লমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই৷ আলিপুর বিশেষ সিবিআই আদালতে কৌশিক ঘোষ, আলী ইমাম, শাহিদ ইমামের বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট৷ এজেন্ট হিসেবে এদের কী ভূমিকা ছিল, কত টাকা প্রার্থীদের কাছ থেকে তুলেছেন এঁরা, সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে।

চার্জশিটে একাধিক বিস্ফোরক বিষয়ের উল্লেখ করা হয়েছে৷ বলা হয়েছে, কয়েক কোটি টাকা প্রার্থীদের কাছ থেকে তোলা হয়েছে এই সময়ে৷সারা রাজ্যেই এদের নেক্সাস ছিল বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে৷

আরও পড়ুন: সানাইয়ের সুর, বিয়ের মণ্ডপ, এসেছেন নিমন্ত্রিতরাও! বর-কনে কারা..? দেখেই চক্ষু চড়কগাছ!

আরও পড়ুন: ‘তিহাড়ে উনি কেমন আছেন…?’ হঠাৎ অনুব্রতর খোঁজ দিলীপের! কোন রহস্য ফাঁসের ইঙ্গিত? তুমুল শোরগোল

সাপ্লিমেন্টারি চার্জশিটে যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদের বাসিন্দা কৌশিক ঘোষ, বাকি দু’জন হুগলির বাসিন্দা৷ কৌশিক ঘোষের সূত্র ধরেই বিধায়ক জীবনকৃষ্ণ সাহার তথ্য পায় সিবিআই৷ জীবনের দু’টি মোবাইল থেকে এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য সামনে এসেছে৷ সিবিআই এর অভিযোগ একাধিক জেলায় জীবনের এজেন্টরা কাজ করতেন৷

এর আগে, গত বছর অক্টোবর মাসে নবম-দশম শ্রেনির নিয়োগ দুর্নীতিতে চার্জশিট পেশ করেছিল সিবিআই৷ সেখানে শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের নাম ছিল৷ এ ছাড়াও ছিল ৬ জন ‘প্রাইভেট পার্সন’-এর নাম। এই তালিকায় রয়েছেন প্রসন্ন কুমার রায়, প্রদীপ সিংহ, জুঁই দাস, আজাদ আলি মির্জা , ইমন মোমিন ও রোহিত কুমার ঝা।

সেই সময় থেকেই মোটা টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের অভিযোগে বারংবার তোলপাড় হচ্ছিল রাজ্য রাজনীতি৷ অযোগ্য প্রার্থীদের থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল৷ সেই বিষয়েই বর্তমান চার্জশিটে আরও বিস্তারিত উল্লেখ করা হল সিবিআই-এর তরফ থেকে৷

Published by:Uddalak B
First published:

Tags: SSC Scam