Home /News /kolkata /
সৌগত- শুভেন্দুদের বিরুদ্ধে পদক্ষেপের অনুমতি, ফের লোকসভার অধ্যক্ষকে চিঠি দিল সিবিআই

সৌগত- শুভেন্দুদের বিরুদ্ধে পদক্ষেপের অনুমতি, ফের লোকসভার অধ্যক্ষকে চিঠি দিল সিবিআই

শুভেন্দু সৌগতদের বিরুদ্ধেও তৎপরতা সিবিআই-এর৷

শুভেন্দু সৌগতদের বিরুদ্ধেও তৎপরতা সিবিআই-এর৷

নারদ মামলার তদন্তে (Narada Scam Update) গত সোমবার রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র ও একজন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই৷

 • Share this:

  #কলকাতা: নারদা কাণ্ডে অভিযুক্ত আরও চার নেতানেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করতে ফের একবার লোকসভার অধ্যক্ষকে চিঠি দিল সিবিআই৷ এই চারজন হলেন তিন তৃণমূল সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷ এঁদের মধ্যে প্রথম তিন জন এখনও সাংসদ পদে রয়েছেন৷ শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপি-র বিধায়ক হলেও নারদ স্টিং অপারেশনের সময় তিনিও তৃণমূল সাংসদ ছিলেন৷

  নারদ মামলার তদন্তে গত সোমবার রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র ও একজন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই৷ এর পরেই প্রশ্ন ওঠে কেন শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের বিরুদ্ধে পদক্ষেপ করল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? পাশাপাশি নারদ কাণ্ডে অভিযুক্ত বাকি তৃণমূল নেতানেত্রীদের ভবিষ্যৎ নিয়েও জল্পনা ছড়ায়৷

  সিবিআই সূত্রের দাবি, নারদ কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী সহ বাকি তিন তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২০১৯ সালে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে চার্জশিটে তাঁদের নাম দেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল৷ এর পর বেশ কয়েকবার অনুমোদন চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেওয়া হয়৷ কিন্তু তার কোনও জবাব মেলেনি৷ এবার ফের একবার নারদ মামলায় অভিযুক্ত তিন সাংসদ এবং এক প্রাক্তন সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ করতে অনুমোদন দেওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে সিবিআই৷

  সিবিআই সূত্রে খবর, আর এক অভিযুক্ত তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার নারদ স্টিং অপারেশনের সময় সাংসদ হননি৷ সেই কারণেই তাঁর নাম তালিকায় নেই৷ নারদ মামলায় অভিযুক্ত তৎকালীন আর এক সাংসদ সুলতান আহমেদ প্রয়াত হয়েছেন৷ তবে মুকুল রায়ের বিষয়ে এখনও বেশ কিছু ধোঁয়াশা রয়েছে৷ সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে, মুকুলকে সরাসরি স্টিং অপারেশনে টাকা নিতে দেখা যায়নি বলে এখনও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যসভার চেয়ারম্যানের থেকে কোনও অনুমোদন চায়নি তারা৷ শুভেন্দুর মতো মুকুল রায়ও বর্তমানে বিজেপি-র বিধায়ক৷

  Sukanta Mukherjee
  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Bi, Narada Scam

  পরবর্তী খবর