• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • মুকুল রায়ের আবেদন ফেরাল সিবিআই, আগামিকাল ফের তলব

মুকুল রায়ের আবেদন ফেরাল সিবিআই, আগামিকাল ফের তলব

বিজেপি নেতা মুকুল রায়

বিজেপি নেতা মুকুল রায়

শুক্রবার বেলা ১১টায় নিজাম প্যালেসে মুকুল রায়কে তলব করেছিল সিবিআই ৷

 • Share this:

  #কলকাতা: নারদ মামলায় সিবিআই দফতরে হাজিরা এড়ালেন মুকুল রায়। আজ, শুক্রবার নিজাম প‍্যালেসে তাঁকে তলব করেছিল সিবিআই। দেখা করার জন‍্য সময় চেয়ে সিবিআইকে চিঠি দিয়েছেন মুকুল। কিন্তু মুকুলের আবেদন ফেরায় সিবিআই। আগামিকাল ফের তলব মুকুল রায়কে।

  বৃহস্পতিবার আইপিএস এসএমএইচ মির্জাকে গ্রেফতারের পর তলবের জন‍্য মুকুল রায়কে নোটিস দেয় সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এসএমএইচ মির্জা ও মুকুল রায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। শুক্রবার নিজাম প‍্যালেসে যান মুকুল রায়ের প্রতিনিধি।

  নারদ মামলায় টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এসএমএইচ মির্জার বিরুদ্ধে। সে সময় বর্ধমানের পুলিশ সুপার ছিলেন মির্জা। বেশ কয়েকবার সিবিআই জেরার মুখে পড়েন এই আইপিএস অফিসার। বৃহস্পতিবারও জেরার জন্য ডাকা হয় মির্জাকে। জেরা পর্ব চলার সময়ই গ্রেফতারি। সিবিআইয়ের অভিযোগ ফুটেজে টাকা নেওয়ার বাইরেও মির্জার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়।

  First published: