#কলকাতা: কয়লা পাচার কাণ্ডে এবার তৎপর হল সিবিআই-এর আর্থিক দুর্নীতি দমন শাখা৷ এ দিন সকাল থেকেই রাজ্যের তিরিশটি জায়গায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা৷ কয়লা পাচার কাণ্ডের মূল চাঁই অনুুপ মাজি ওরফে লালা এবং তার ঘনিষ্ঠদের বাড়ি এবং অফিসে হানা দিয়েছে সিবিআই৷
সূত্রের খবর, এ দিন সকালেই কলকাতার নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে একসঙ্গে বাইশটি দল তল্লাশি অভিযানে বেরিয়েছে৷ দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের পাশাপাশি রানিগঞ্জ, দুর্গাপুরের কোলিয়ারি এলাকাতেও তল্লাশি চলবে৷ একযোগে তিরিশটি জায়গায় তল্লাশি অভিযান চলার কথা৷
কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই তদন্তে নেমেছে আয়কর দফতর৷ অনুপ মাজির বিরুদ্ধে প্রচুর হিসেব বহির্ভূত সম্পত্তি তৈরির অভিযোগ রয়েছে আয়কর দফতরের কাছে৷ পাশাপাশি কয়লা পাচার থেকে পাওয়া অর্থ কোথায় কোথায় যেত, সেই তথ্য খুঁজে বের করতে তদন্তে নেমেছে ইডি৷ আবার কাঁচা কয়লা উত্তোলন করে জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে জিএসটি কাউন্সিলও আলাদা করে তদন্ত শুরু করেছে৷ অভিযোগ, বেআইনি ভাবে কাঁচা কয়লা উত্তোলন করে পুলিশকে ফাঁকি দিতে ভুয়ো জিএসটি বিল তৈরি করে ট্রাকে করে তা পাচার করে দিত লালা৷ সবমিলিয়ে সাঁড়াশি চাপে বেআইনি ভাবে কয়লা পাচারের মাথা লালা৷
মূল অভিযুক্ত লালা এখনও কেন্দ্রীয় গোয়েন্দাদের ধরাছোঁয়ার বাইরে৷ তবে ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত এনামূলের সঙ্গে লালার যোগাযোগের প্রমাণ পেয়েছেন সিবিআই তদন্তকারীরা৷ গত ১৭ নভেম্বর গরু পাচার কাণ্ডে বিএসএফ কম্যান্ডার সতীশ কুমারকে গ্রেফতার করে সিবিআই৷ তাঁকে জেরা করেই জানা যায়, ট্রাকে করে কয়লা পাচারে লালাকে সাহায্য করত এনামূল৷ সবমিলিয়ে এ রাজ্যে কয়লা এবং গরু পাচারকারীদের মধ্যে যথেষ্ট যোগাযোগ ছিল বলেই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ একই সঙ্গে চলছে কয়লা পাচার কাণ্ডের মূল মাথা অনুপ মাজি ওরফে লালার খোঁজ৷
Sukanta Mukherjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।