Home /News /kolkata /
Narada Scam Update: চার নেতার জামিন আটকাতে মরিয়া সিবিআই, সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি

Narada Scam Update: চার নেতার জামিন আটকাতে মরিয়া সিবিআই, সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

সিবিআই-এর তরফে জানানো হয়েছে, নারদ কাণ্ডে চার নেতা সহ যে পাঁচজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং চার্জশিটে নামে দেওয়া হয়েছে, তাঁদের ভয়েস স্যাম্পেল টেস্ট ম্যাচ করে গিয়েছে৷

 • Share this:

  #কলকাতা: ধৃত চার নেতা যাতে কোনওভাবেই জামিন না পান, তার জন্য আগে ভাগেই প্রস্তুতি নিচ্ছে সিবিআই৷ এর জন্য সুপ্রিম কোর্টে আগে থেকে ক্যাভিয়েট দাখিল করে রাখার ভাবনাচিন্তাও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

  সোমবার নারদ কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে৷ যদিও সন্ধেবেলাই সিবিআই বিশেষ আদালত থেকে জামিন পান তাঁরা৷ কিন্তু রাতে সিবিআই-এর আবেদনের ভিত্তিতে নিম্ন আদালতের এই জামিনের নির্দেশের সিদ্ধান্তের উপরে বুধবার পর্যন্ত স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট৷

  সিবিআই সূত্রে খবর, বুধবার চার ধৃত নেতাকে কলকাতা হাইকোর্ট জামিন দিলে তার বিরুদ্ধে এমনিতেই সুপ্রিম কোর্টে আবেদন করবে তারা৷ অসুস্থতার অজুহাত দিয়ে যদি চার নেতা মন্ত্রী জামিন পেয়ে যান বা সেই চেষ্টা করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্ব তুলে ধরবে সিবিআই৷ যুক্তি দেখানো হবে, জামিন পেলে সাক্ষ, প্রমাণ নষ্ট করার চেষ্টা করবেন এই অভিযুক্তরা৷ আবার যদি দেখা যায় বুধবার কলকাতা হাইকোর্ট এই চার নেতার জামিনের আবেদন খারিজ করে দিলে তাঁরাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এমন সম্ভাবনা প্রবল৷ ফলে ধৃত নেতারা শীর্ষ আদালতে গেলেও যাতে সিবিআই-এর মতামত না শুনে যাতে সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ না দেয়, সেই কারণেই ক্যাভিয়েট দাখিল করে রাখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

  তবে সিবিআই-এর তরফে জানানো হয়েছে, নারদ কাণ্ডে চার নেতা সহ যে পাঁচজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং চার্জশিটে নামে দেওয়া হয়েছে, তাঁদের ভয়েস স্যাম্পেল টেস্ট ম্যাচ করে গিয়েছে৷ পাশাপাশি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির তরফেও পর্যবেক্ষণে জানানো হয়েছে, নারদা স্টিং অপারেশনের ফুটেজে কোনও ভাবে বিকৃত করা হয়নি৷ চার্জশিটে সিবিআই দাবি করেছে,অভিযুক্তরা সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন৷

  তবে গ্রেফতারির আগে অনুমোদন না নিলেও চার নেতা মন্ত্রীকে গ্রেফতারির পর সেই খবর সিবিআই-এর তরফে রাজ্য বিধানসভার অধ্যক্ষকে জানানো হয়েছে৷ পাশাপাশি নারদা কাণ্ডে যে সাংসদরা অভিযুক্ত, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার অনুমতি জন্য ফের লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করতে চাইছে সিবিআই৷

  Sukanta Mukherjee

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: CBI, Firhad Hakim, Narada Scam, Subrata Mukherjee, TMC

  পরবর্তী খবর