corona virus btn
corona virus btn
Loading

রাজীব কুমারের খোঁজে ফের নবান্নে সিবিআই, চলছে স্নায়ুর লড়াই

রাজীব কুমারের খোঁজে ফের নবান্নে সিবিআই, চলছে স্নায়ুর লড়াই
আইপিএস রাজীব কুমার

সিবিআই সূত্রের খবর, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে৷ তাই তাঁকে হেফাজতের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ যাচ্ছে সিবিআই৷ শেষ মুহূর্তের আইনি পরামর্শ নিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷

  • Share this:

#কলকাতা: সারদা চিটফান্ড তদন্তে আইপিএস রাজীব কুমার বনাম সিবিআই-এর স্নায়ু লড়াইয়ে জুড়ল নবান্ন৷ সোমবার প্রশাসন ও ডিজির কাছে রাজীব কুমারকে নিয়ে তথ্য চাইল সিবিআই৷ এ দিন নবান্নে বাইক নিয়ে যান দুই সিবিআই অফিসার৷ সকাল ১০টা ৪০ মিনিটে তাঁরা নবান্নে ঢোকেন৷ মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেন৷ নবান্নে ২০ মিনিট ছিলেন সিবিআই অফিসাররা৷

সিবিআই সূত্রের খবর, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে৷ তাই তাঁকে হেফাজতের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে সিবিআই৷ শেষ মুহূর্তের আইনি পরামর্শ নিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ বারাসত আদালতের পাশাপাশি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে সিবিআই৷

অন্যদিকে, রাজীব কুমারও আগাম জামিনের আর্জি জানাতে আদালতে আবেদন করতে পারেন৷ সাক্ষীর অভিযুক্ত হওয়ার ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি হেফাজতে জিজ্ঞাসাবাদের কারণ জানতে চেয়ে আবেদন করতে পারেন কলকাতার প্রাক্তন কমিশনার৷

রবিবার নবান্নে যান সিবিআই অফিসাররা৷ ডিজি-কে চিঠি দিয়ে আইপিএস রাজীব কুমারের ছুটির বিষয়ে জানতে চাওয়া হয়৷ একই সঙ্গে আজ দুপুর ২টোয় রাজীব কুমারকে সিজিও কমপ্লেক্সে পাঠাতে বলা হয়৷

আরও ভিডিও: রাজীব কুমার কোথায়? জানতে আজ ফের নবান্নকে চিঠি সিবিআই-এর

First published: September 16, 2019, 3:09 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर