#কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল সিবিআই৷ এ দিন হাইকোর্টে রিপোর্ট জমা দিয়ে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ কয়েকদিন আগেই এসএসসি দুর্নীতি তদন্তে সিবিআই-এর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিনি আরও বলেছিলেন, সিবিআই-কে তদন্তভার না দিয়ে সিট গঠন করে তদন্ত করলে হয়তো ফল ভাল হত৷
হাইকোর্টের বিচারপতির এই পর্যবেক্ষণের পরেই তৎপর হয় সিবিআই৷ এ দিন হাইকোর্টে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে ৬ সদস্যের সিট গঠন করার কথা জানায় সিবিআই৷ ছ' জনের মধ্যে একদন অতিরিক্ত এসপি, দু' জন ডেপুটি এসপি, ৩ জন ইনস্পেক্টর থাকবেন৷
আরও পড়ুন: 'সিবিআই তদন্তে ক্লান্ত', চরম হতাশা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়
সিট-এর নজরদারির দায়িত্বে থাকবেন নিজাম প্যালেসের সিবিআই দফতরের স্টেশন হেড রাজীব মিশ্র৷ সিট-এর তদন্তের পর্যবেক্ষণ করবেন যুগ্ম অধিকর্তা এন বেণুগোপাল৷
আরও পড়ুন: সিবিআই অফিসারদের তদন্তের ক্লাস দিলেন উপেন বিশ্বাস, শুনল গোটা এজলাস!এখনও পর্যন্ত প্রাথমিকের দু'টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ কয়েকদিন আগেই নিয়োগে অনিয়মের অভিযোগে প্রাথমিকের ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল করে হাইকোর্ট৷
প্রাক্তন সিবিআই অধিকর্তা উপেন বিশ্বাসের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রাথমিকে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট৷ এ দিন আদালতে উপেন বিশ্বাস সওয়াল করেন, সিটের তত্ত্বাবধানে থাকা উচিত সিবিআই-এর যুগ্ম অধিকর্তার৷ যদিও সেই প্রস্তাব খারিজ করে দেয় সিবিআই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court, CBI, Primary TET