#কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগের ভিত্তিতে এ বার সিবিআইয়ের (CBI) আরও এক নয়া এফআইআর| এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে গণধর্ষণের অভিযোগে এ বার এফআইআর দায়ের করল সিবিআই | ঘটনাটি ঘটে ৮ অগস্ট, উলুবেড়িয়ায়।
ওই গৃহবধূ তখন বাড়িতে একা ছিলেন। সে সময় রাত সাড়ে বারোটা নাগাদ পাঁচ দুষ্কৃতী ঢোকে। অভিযোগ, ওই মহিলাকে বেধড়ক মারধর করে গণধর্ষণ করা হয়। এর পর ওই মহিলার স্বামী পরে আসেন ও উলুবেড়িয়া মহিলা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। সেই ঘটনায় এবার গণধর্ষণের অভিযোগ এফআইআর করল সিবিআই। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৭, ৩২৫, ৩৭৬ (ডি), ৩৭৬ (টুু, এল) ধারায় মামলা রুজু হয়েছে। অর্থাৎ মারধর, গণধর্ষণ, মানসিক প্রতিবন্ধী মহিলাকে গণধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু।
আরও পড়ুন: পার্ক স্ট্রিটের সঙ্গে এবার যুক্ত হতে চলেছে বো-ব্যারাক, বড়দিনের উৎসবে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিগৃহীতার পরিবারের অভিযোগ, উলুবেড়িয়া মহিলা পুলিশ স্টেশনে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই নিগৃহীতার স্বামী সিবিআইকে গোটা বিষয়টি জানান। এবং সিবিআইয়ে অভিযোগ করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে সিবিআই এফআইআর করে তদন্তভার হাতে নেয়। গোটা বিষয়ে খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন: হাওড়াকে বাদ দিয়ে কেন চার পুরনিগমে ভোট, জরুরি শুনানির আবেদন হাইকোর্টে
এর আগেও রাজ্যে ভোট পরবর্তী হিংসা ঘটনায় বেশ কয়েকটি জায়গাতে শ্লীলতাহানি, ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, গণধর্ষণের অভিযোগ দায়ের করেছিল সিবিআই। হাই কোর্টের নির্দেশ অনুসারে এখনও পর্যন্ত মোট একান্নটি এফআইআর দায়ের করেছে সিবিআই। প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্তী হিংসা ঘটনায় সিবিআই দ্বিতীয় স্টেটাস রিপোর্ট ২৩ ডিসেম্বর জমা দেয় হাই কোর্টে । সিবিআই সূত্রে খবর, সেখানে পঞ্চাশটি এফআইআর এবং চার্জশিট রয়েছে দশটি। এর আগে প্রথম স্টেটাস রিপোর্ট জমা পড়েছিল ২ অক্টোবর হাই কোর্টে। প্রথম স্টেটাস রিপোর্টের দু'মাস ২১ দিন পর দ্বিতীয় স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। এ বার আরও এক নতুন এফআইআর করল সিবিআই। হাই কোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসা ( খুন, ধর্ষণ, মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় এই নিয়ে মোট ৫১টি এফআইআর করল সিবিআই।
Arpita Hazra
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI