#কলকাতা: রোজভ্যালি কাণ্ডে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করল সিবিআিই৷ রোজভ্যালি কাণ্ডের তদন্তে একাধিকবার শুভ্রা কুণ্ডুকে জেরা করেছে সিবিআই৷ কিন্তু তিনি যথাযথ ভাবে সব প্রশ্নের জবাব না দেওয়াতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ দক্ষিণ কলকাতার সাউথ সিটির ফ্ল্যাট থেকেই শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করা হয়৷
আমানতকারীদের থেকে রোজভ্যালি যে বিপুল পরিমাণ টাকা তুলেছিল, তার একটা বড় অংশের এখনও খোঁজ নেই৷ জেরায় সেই সংক্রান্ত তথ্যও শুভ্রা ঠিক মতো দেননি বলে অভিযোগ৷ তাঁর বিরুদ্ধে বেআইনি ভাবে আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে৷ সিবিআই-এর অভিযোগ, গৌতম কুণ্ডুর নির্দেশেই রোজভ্যালির সংগৃহীত টাকা অন্যত্র পাচার করা হয়েছে৷ এমন কি, বিদেশেও টাকা পাচার করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা৷
সিবিআই-এর জালে শুভ্রা৷
শুভ্রা কুণ্ডু তদন্তে অসহযোগিতা করছিলেন বলেই অভিযোগ সিবিআই-এর৷ গৌতম কুণ্ডুর গ্রেফতারির পর থেকে শুভ্রা কুণ্ডুই রোজভ্যালির বিভিন্ন সংস্থা চালানোর দায়িত্বে ছিলেন৷ কীভাবে সংস্থা চালানো হবে, জেল থেকেই শুভ্রাকে গৌতম সেই নির্দেশও দিতেন৷ ফলে আমানতকারীদের থেকে সংগৃহীত টাকা কোথায় গেল, সেই তথ্য শুভ্রার কাছে রয়েছে বলেই মনে করছেন সিবিআই আধিকারিকরা৷
পর পর দু' দিন শুভ্রাকে জেরা করে সিবিআই৷ এ দিনও তাঁকে যে নথিগুলি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল, সেগুলিও ঠিক মতো তিনি নিয়ে যাননি বলে অভিযোগ৷ তার পরেই শুভ্রাকে গ্রেফতার করা হয়৷ আগামিকাল শনিবার তাঁকে ভুবনেশ্বরের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে৷
সূত্রের খবর, কয়েকদিন আগেই দিল্লিতে সিবিআই সদর দফতরে উচ্চপর্যায়ের বৈঠক হয়৷ সেই বৈঠকে চিটফান্ড কাণ্ডে চলতে থাকা তদন্তের জাল দ্রুত গুটিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে৷ তার পরেই সিবিআই গোয়েন্দারা আরও তৎপর হয়েছেন৷ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সিবিআই-এর এই তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ৷ কারণ শুভ্রাকে জেরা করে রোজভ্যালি কাণ্ডে আরও অনেক প্রভাবশালীর নাম উঠে আসবে বলেই মনে করছেন সিবিআই গোয়েন্দারা৷
Sukanta Mukherjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।