কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলায় ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সিবিআই। হাইকোর্টে সিবিআইয়ের অভিযোগ, নিশীথ প্রামাণিকের মামলায় সিবিআইয়ের সঙ্গে কোনও রকমের সহযোগিতা করছে না রাজ্য পুলিশ। এমনকি, এখনও পর্যন্ত হস্তান্তর করা হয়নি সব নথিও। এই সমস্ত ক্ষেত্রে অসহযোগিতা একেবারেই কাম্য নয়, এই প্রশ্ন তুলেই আদালতে সওয়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর।
নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও পরে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। সিবিআইয়ের অভিযোগের প্রেক্ষিতে আদালতের কাছে এই যুক্তিই রাখেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। সব শুনে প্রধান বিচারপতির মন্তব্য, "যেহেতু এখনও পর্যন্ত (শীর্ষ আদালতে) কোনও স্থগিতাদেশ নেই, তাই এই আদালত চায় যে, সিবিআই তদন্তের নির্দেশকে, নির্দেশ হিসাবে মান্যতা দেওয়া হোক।''সিবিআই তদন্ত নির্দেশ মামলা।
দিনহাটায় নিজের কেন্দ্রে পরিদর্শন সেরে ফেরার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপরে হামলা হয় বলে অভিযোগ। পরে মন্ত্রী সাংবাদিক বৈঠক করে দাবি করেন, তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ধেয়ে এসেছিল ইট-পাটকেল। এমনকি, ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।
আরও পড়ুন: আর ফ্রি নয়! এবার থেকে UPI পেমেন্টেও দিতে হবে বাড়তি টাকা, ১ এপ্রিল থেকে চালু নতুন নিয়ম
মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনার পরেই বিষয়টি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেন রাজ্যপাল। কড়া বার্তাও দেন। পরে ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেয় আদালত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata High court