#কলকাতা: উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক দেবেন রায়ের মৃত্যু রহস্যভেদে শুক্রবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করেন এদিন প্রয়াত বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়। তার মতে, রাজ্যের তদন্তকারী সংস্থার অধীনে হেমতাবাদের বিধায়ক এর মৃত্যুর তদন্ত সঠিকভাবে হতে পারে না। উত্তর দিনাজপুর পুলিশ আধিকারিকরা কীভাবে ময়নাতদন্তের আগেই সংবাদ মাধ্যমে বলে দেন, বিধায়কের মৃত্যু সম্ভবত আত্মহত্যার ঘটনা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই দলের একাধিক নেতা সোশ্যাল সাইটে বিধায়কের মৃত্যুকে আত্মহত্যা বলে অভিহিত করেছেন। তাই শাসকদলের ছত্রছায়ায় থাকা রাজ্য পুলিশের পক্ষে মৃত্যুর সঠিক রহস্যভেদ সম্ভব নয়।
মদন তামাং হত্যা মামলার সুপ্রিম কোর্টের একটি রায়কে হাতিয়ার করা হয়েছে এই মামলায়। মামলায় এমনটাই অভিযোগ এনেছেন চাঁদিমা রায়। মামলাকারীর আইনজীবী ব্রজেশ ঝা'র কথায়, "পুরুলিয়ার ত্রিলোচন মাহাতো থেকে হেমতাবাদ এর দেবেন রায়। ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার। একটা ট্রাডিশন রাজ্যে শুরু হয়ে গিয়েছে। কীভাবে একই কায়দায় এমন ঘটনা রাজ্যে বারবার ঘটছে তার রহস্য ভেদ করা প্রয়োজন। সিবিআই তদন্ত হলে সেই রহস্য বের হবে বলে আশা করি।"
কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে মামলার শুনানি চাইছেন প্রয়াত বিধায়কের স্ত্রী। শুক্রবার দুপুরে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের লোকজন। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানাচ্ছেন, "করোনা আবহে হাইকোর্ট বন্ধ। তাই অনলাইনে মামলা দায়ের হয়েছে। নথি ধরে রাখতে দ্রুত শুনানির জন্য উদ্যোগ নিয়েছি আমরা।"নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি নির্দেশ দিলে তবেই বিশেষ বেঞ্চে ভার্চুয়াল শুনানি হতে পারে। পরিবারের আশা, রাজ্যের এক বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি অনুধাবন করে সেই নির্দেশ দেবেন রাজ্যের প্রধান বিচারপতি।
Arnab Hazra