#কলকাতা: প্রধানমন্ত্রীর সভায় দুর্ঘটনা। চাপের মুখে তাকেই হাতিয়ার করে পাল্টা চাপ তৈরির রাস্তায় রাজ্য বিজেপি। সভার আয়োজক হিসাবে দুর্ঘটনার দায় রাজ্য বিজেপি নেতৃত্বের। তবে রাজ্য প্রশাসনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে পালটা চাপের কৌশল বিজেপি।
প্রধানমন্ত্রীর সভায় দর্শকাসনের ছাউনি ভাঙার ঘটনায় তাড়া করছে অস্বস্তি। চাপের মুখে এবার পালটা কৌশল রাজ্য বিজেপির। প্রধানমন্ত্রীর সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ গেরুয়া শিবিরের। তাদের কাঠগড়ায় জেলা প্রশাসন। বিজেপি নেতা সায়ন্তন বসু সাংবাদিক বৈঠকে বলেন, ‘দুর্ঘটনার সময় লাঠিচার্জ পুলিশের ৷ এসপিজি ফোনে এসপি-কে পায়নি ৷ দু্র্ঘটনার জন্য দায়ী প্রশাসন ৷ গাফিলতি কার, তদন্ত প্রয়োজন ৷ দায় থেকে বাঁচতে চাইছে রাজ্য ৷ ভিড় সামলাতে পর্যাপ্ত পুলিশ ছিল না ৷ সিসিটিভি লাগানোর দায়িত্ব পুলিশের ৷’
সভার আয়োজনে নিজেদের ব্যর্থতাও মেনে নিচ্ছে বিজেপি। সভা আয়োজনে রাজ্য বিজেপির ব্যর্থতা ইতিমধ্যেই স্পষ্ট। ‘আমাদের ধারণায় ভুল ছিল ৷ ধারণার বাইরে প্রচুর লোক সমাগম হয় ৷ সভায় অ্যাম্বুল্যান্স দেয়নি রাজ্য ৷ প্রথমে হাসপাতালেই যাননি ডিএম,এসপি ৷ প্রধানমন্ত্রীই হাসপাতালে যান ৷ দুর্ঘটনায় আহতদের সঙ্গে কথা বলেন ৷ তারপর স্থানীয় প্রশাসনের কর্তারা যান ৷’
আরও পড়ুন
সমপ্রেম সম্পর্ককে স্বীকার করুন, ৩৭৭ ধারা নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের
তদন্ত শুরু করেছে কেন্দ্রও। এই অবস্থায় পিঠ বাঁচাতেই কী রাজ্যের দিকে আঙুল তোলা? উঠছে প্রশ্ন ৷ প্রধানমন্ত্রীর মঞ্চ ভাঙার ঘটনা কী আদতে রাজনৈতিক লড়াইয়ের হাতিয়ার হয়ে উঠবে? এদিনের পর সেই সম্ভাবনা কিন্তু স্পষ্ট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Canopy Collapse in Modi's Rally, Modi's Rally, PM Narendra Modi