হোম /খবর /কলকাতা /
উপাচার্য নিয়োগ নিয়ে এবার কড়া রাজ্যপাল! উচ্চশিক্ষা দফতরকে পাঠানো চিঠিতে উল্লেখ

Calcutta University: উপাচার্য নিয়োগ নিয়ে এবার কড়া রাজ্যপাল! উচ্চশিক্ষা দফতরকে পাঠানো চিঠিতে উল্লেখ

রাজ্যপাল

রাজ্যপাল

দু'মাসের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য পদে আশিস কুমার চট্টোপাধ্যায় মেয়াদ বাড়ালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবারেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে উচ্চ শিক্ষা দফতরের তরফ।

  • Share this:

কলকাতা: দীর্ঘদিন ধরেই উপাচার্যহীন অবস্থায় পড়ে রয়েছে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়। এবার তা নিয়েই উচ্চশিক্ষা দফতরকে কড়া চিঠি পাঠাল রাজভবন। চিঠিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের মেয়াদ বৃদ্ধির আর্জিতে সায় দিয়েছেন রাজ্যপাল। কিন্তু, পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, দ্রুতই নিয়োগ করতে হবে স্থায়ী উপাচার্য।

রাজ্যপাল চান রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে দ্রুত নিযুক্ত হোন স্থায়ী উপাচার্য। যদিও এর আগেই রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল ইউজিসির আইন মেনেই আচার্য তথা রাজ্যপাল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের বিষয়ে নজরদারি করছেন। এবার সেই বিষয়টিই রাজভবন ফের রাজ্যের উচ্চ শিক্ষা দফতরকে মনে করিয়ে দিল বলে সূত্রের খবর।

শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে আশিস কুমার চট্টোপাধ্যায়ের মেয়াদ আরও দু'মাস বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। কিন্তু সম্মতি দিলেও, তিনি যে বিশ্ববিদ্যালয়গুলিতে দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগ চাইছেন, সেই বিষয়টিও উচ্চশিক্ষা দফতরকে জানানো হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে বড় পদক্ষেপ! পঞ্চায়েতের আগে পূর্ব মেদিনীপুর তৃণমূলে ব্যাপক রদবদল

কলকাতা বিশ্ববিদ্যালয় প্রায় এক মাস ধরে উপাচার্যহীন ছিল। উপাচার্যহীন হয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম পরিচালনায় বেশ কিছু সমস্যা হচ্ছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, এই মুহূর্তে রাজ্যে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই সেই বিশ্ববিদ্যালয়গুলির থেকে রিপোর্টও চেয়েছিল উচ্চশিক্ষা দফতর।

এখনও বিদ্যাসাগর, উত্তরবঙ্গ সহ একাধিক বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হয়ে রয়েছে বলে জানা গিয়েছে। উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যের মেয়াদ বাড়ানোর জন্য ইতিমধ্যেই রাজভবনের কাছে ফাইল ও পাঠানো হয়েছে। তবে ইউজিসি-র আইন মেনে উপাচার্য নিয়োগ করার পক্ষে রাজ্যপাল। আর সে জন্যই গোটা বিষয়টি তিনি ভাল করে খতিয়ে দেখছেন বলে রাজভবনের আধিকারিকরা জানিয়েছেন। উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকদের আশা, আগামী সপ্তাহের মধ্যেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত সমস্যা মিটে যাবে।

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিরাট গ্রেফতার, জালে বাগদা রঞ্জন! এবার আরও 'বড়' খোঁজ

সম্প্রতি রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আচার্য পদের দায়িত্ব রাজ্যপালই পালন করবেন। ইতিমধ্যেই রাজ্যপাল তথা আচার্য রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একাধিক বিষয় নিয়েও আলোচনা করেছেন তিনি।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Published by:Satabdi Adhikary
First published: