#কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে বেনজির খারাপ ফল। দায় এড়ালেন উপাচার্য। রবিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে তাঁর সাফাই, আগের উপাচার্যের আমলেই নয়া পরীক্ষা পদ্ধতি আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী। সোমবার এনিয়ে রয়েছে বৈঠক।
নয়া পরীক্ষা পদ্ধতি চালুর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরে শোচনীয় ফল। বিজ্ঞান ও কলা বিভাগে পার্ট ওয়ানে পাশ করেছে নামমাত্র পড়ুয়া। এর মাঝেই ফেল করে পর্না দত্তের আত্মহত্যা। এর জেরেই মূল্যায়নের নতুন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রবিবার সকালে শিক্ষামন্ত্রীর বাড়িতে যান উপাচার্য ও সহউপাচার্য। বৈঠকের পর রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী। তবে দায় অস্বীকারের চেষ্টা উপাচার্যের।
আগের উপাচার্যের সিদ্ধান্তের মূল্যায়ন কেন নতুন উপাচার্য করলেন না? কেন উচ্চ শিক্ষা দফতরকে এই তথ্য জানানো হল না? তা নিয়ে প্রশ্ন রয়েছে। একইসঙ্গে নিউ আলিপুর কলেজের জুলজি অনার্সের মেধাবী ছাত্রী পর্না দত্তের মৃত্যুর দায় কার? তা নিয়েও বিতর্ক বাড়ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta University, Calcutta University disastrous result, First Year's Result