#কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পার্ট ওয়ানে বেনজির খারাপ ফলের জের। আত্মঘাতী নিউ আলিপুর কলেজের ছাত্রী পর্ণা দত্ত । বিএসসি অনার্সে ফেল করেন পর্ণা । নেটে এই খবর পেয়ে বাড়িতে এসে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হন ছাত্রী। তাঁর ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। ছাত্রীর এই আত্মহত্যার ঘটনা বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নের নতুন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দিল বলে মনে করছেন শিক্ষাবিদরা।
বৃহস্পতিবারই ফল বেরিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসসির পার্ট ওয়ানের। বেনজির এই ফলে দেখা যায় বিএ পার্ট ওয়ানে অনার্স ও জেনারেল মিলিয়ে ৫৭ শতাংশ পরীক্ষার্থীই ফেল করেছেন। জেনারেলে পাসের হার মাত্র ২০ শতাংশ। আশানুরূপ ফল হয়নি বিএসসি-তেও । সেখানে পাসের হার ৭১ শতাংশ ।
পাস করতে পারেননি নিউ আলিপুর কলেজের বিএসসিতে প্রথম বর্ষের ছাত্রী পর্ণা দত্ত-ও। বৃহস্পতিবার বোনের সঙ্গে পাশেই সাইবার কাফেতে রেজাল্ট জানতে যান তিনি। পরে বাড়ি ফিরে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হন বলে দাবি পরিবারের। পড়ার ঘর থেকে পর্ণার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শোকের ছায়া মহেশতলার পবিত্র মিত্র রোডে পর্ণার পাড়ায়।
আত্মহত্যার এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নের নয়া পদ্ধতিতে বড়সড় ধাক্কা বলে মনে করছেন শিক্ষাবিদরা। এক নজরে নয়া মূল্যায়ন পদ্ধতি,
- ২০১৬ থেকে মূল্যায়ন পদ্ধতিতে বদল (আনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ) - ২০১৭ সালে নয়া পদ্ধতিতে পরীক্ষা (হয়) - আগে অনার্সের বিষয়ে যোগ্য নম্বর থাকলেই ঊত্তীর্ণ হওয়া যেত - জেনারেলে যেকোনও একটি পেপারে যোগ্য নম্বর পেলেই উত্তীর্ণ হতেন পরীক্ষার্থীরা - (নতুন নিয়মে) অনার্সে উত্তীর্ণ হতে গেলে পাস পেপার্সের অন্তত একটিতে যোগ্য নম্বর তুলতে হবে - জেনারেলের ক্ষেত্রেও তিনটির মধ্যে দু'টিতে উত্তীর্ণ হতে হবে
সোমবার থেকে খুলছে বিশ্ববিদ্যালয়। বিভিন্ন কলেজের পড়ুয়াদের বিক্ষোভের আশঙ্কায় বাড়ানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। তবে এই ছাত্রীর মৃত্যু যে নতুন মূল্যায়ন পদ্ধতিতে প্রশ্ন তুলে দিল তা নিয়ে সন্দেহ নেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta University, Calcutta University Result, Student commits suicide