#কলকাতা: নয়া মূল্যায়ন পদ্ধতি নিয়ে গোড়ায় গলদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের। পরীক্ষা শুরুর মাত্র চার মাস আগে কার্যকর করা হয় এই পদ্ধতি। তা নিয়ে সিন্ডিকেট বৈঠকেও আলোচনা হয়নি। এমনকী জানানো হয়নি উপাচার্যকেও। আগামী ছয়ই ফেব্রুয়ারি সিন্ডিকেট বৈঠকে পার্ট ওয়ানের ফল নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাতে আন্দোলনে আপাতত ছেদ টেনেছেন পড়ুয়ারা। পরিস্থিতি যা, তাতে মূল্যায়ন পদ্ধতিতে বেশ কিছু বদল আনা হতে পারে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে পার্ট ওয়ানের ফলাফল এত খারাপ কেন? কোথা থেকেই বা এই নয়া মূল্যায়ন বিধির সূত্রপাত? প্রশ্নের উত্তরে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য।
নয়া মূল্যায়ন বিধির সূত্রপাত
নয়া পরীক্ষা পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সমন্বয়ের অভাব। আর তার জেরেই ব্যাপক হারে ফেল। অভিযোগ উঠছে এমনটাই। স্বাভাবিক ভাবেই কাঠগড়ায় এই নয়া পদ্ধতি। নয়া বিধি চালু না হলে পাসের হার অনেকক্ষেত্রেই বাড়ত বলে মনে হচ্ছে।
বদলে যেত ফল - নয়া নিয়ম কার্যকর না হলে বিএ জেনারেলে পাসের হার ৫০ শতাংশ হত - বি অনার্সে পাসের হার বাড়ত ১৮ শতাংশ - বিএসসি অনার্সে পাসের হার বাড়ত ১৩ শতাংশ - বিএসসি জেনারেলে পাসের হার বাড়ত ২০ শতাংশ
পড়াশোনার মান নিয়ে বিতর্ক তুলে দিয়েছে নয়া পরীক্ষা বিধির ফলাফলও।
নয়া পরীক্ষা বিধিতে ফল
কেবল কলাবিভাগই নয়, বিজ্ঞানের বিষয়গুলিতেও ধরা পড়েছে একই ছবি। একদিকে নয়া পরীক্ষা বিধি, অন্যদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন। দুইয়ের গেরোও আটকে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta University, Calcutta University Agitation, Calcutta University New Assessment Controversy, Calcutta University Results