#কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে বেনজির ঘটনা। বিশ্ববিদ্যালয়ে হাজির রাজ্যপাল, এদিকে অনুপস্থিত খোদ উপাচার্য। গরহাজির অন্য আধিকারিকরাও। তাতে প্রবল ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ বলেন, ‘উপাচার্য দায়িত্বপালন করুন ৷ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবেন না ৷’
এদিন অর্থাৎ বুধবার বিশ্ববিদ্যালয়ে সেনেট বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক বাতিলের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তা সত্ত্বেও ফাঁকা বিশ্ববিদ্যালয়তেই যান রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থার জন্যেও রাজ্য সরকারকেই দায়ী করেছেন ধনখড় ৷ তিনি বলেন, ‘শিক্ষাক্ষেত্রে নীতিপঙ্গুত্ব চলছে ৷ এই পরিস্থিতি বদলের চেষ্টা করছি ৷ সবরকম চেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছে ৷ সেই ব্যর্থতার জন্যই দায়ী রাজ্য ৷’
ফের রাজ্য সরকারকে নিশানা করে সুর চড়ালেন রাজ্যপাল। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষাক্ষেত্রে নীতি পঙ্গুত্বের অভিযোগে সরব জগদীপ ধনখড়। এখানেই না থেমে সুর আরও চড়ান রাজ্যপাল। বলেন, ‘উন্নতির জন্য আমি যাই বলি তাই একটা জায়গায় চলে যায়। একটা কৃষ্ণগহ্বরে। যেটা সরকারের কাছে রয়েছে। হাতজোড় করে আবেদন, বিশ্ববিদ্যালয়ের রাজনীতিরকরণ করবেন না। শিক্ষা নিয়ে খেলবেন না ৷’
বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাসে ছিল সেনেটের বৈঠক। যা মঙ্গলবার স্থগিত করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজ্যপাল অবশ্য এদিন ক্যাম্পাসে যান। সেখানেই উগড়ে দেন ক্ষোভ। ফের নিশানা করেন রাজ্য সরকারকে।
বাম আমলে বার বার অভিযোগ উঠেছে শিক্ষায় অনিলায়নের। মোদি সরকারের বিরুদ্ধে বার বার শিক্ষায় গৈরিকিকরণের অভিযোগে সরব হয় তৃণমূল-সহ বিজেপি বিরোধীরা। এবার তৃণমূলের রাজত্বে শিক্ষায় নীতি পঙ্গুত্ব এবং রাজনীতিকরণের অভিযোগে সরব হলেন আচার্য-রাজ্যপাল। যা রাজ্য-রাজ্যপাল সংঘাতকে আরও তুঙ্গে নিয়ে গেল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta University, Governor Jagdeep Dhankar, Senate meeting