#কলকাতা: ওপেন বুক সিস্টেম নয়, অনলাইনেই পরীক্ষা নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়। আড়াই থেকে তিন ঘণ্টার মধ্যে পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত হয়েছে। ইউজিসির চিঠি পাওয়ার পরই পরীক্ষার এই নিয়ম বদল।
ওপেন বুক সিস্টেমে পরীক্ষা দিতে পারবে না কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বরং ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই প্রশ্নপত্রের উত্তর লিখে জমা দিতে হবে। এই নতুন নিয়মেই ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়। ওপেন বুক সিস্টেমের বদলে নতুন নিয়ম চালু করার পিছনে রয়েছে ইউজিসির চিঠি। চিঠিতে জানানো হয়, ওপেন বুক সিস্টেমে পরীক্ষা হতে পারে না। সেলফ অ্যাসেসমেন্ট হতে পারে। এভাবে পরীক্ষা হলে ডিগ্রি নিয়ে সমস্যা হতে পারে ৷ এরপরই পরীক্ষার বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হয়। শেষে ঠিক হয়েছে, প্রশ্নপত্রের ভার কমিয়ে ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে পরীক্ষা নেওয়া হবে। অনলাইনে পরীক্ষা হবে ২ ঘণ্টা ৷ উত্তরপত্র পাঠাতে হবে ৩০ মিনিটে ৷
খুব তাড়াতাড়ি পরীক্ষা পদ্ধতি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে ইউজিসি। তবে অনলাইনে পরীক্ষার পরিকাঠামোর বিষয়টি নিয়ে কিছুটা হলেও উদ্বেগে বিশ্ববিদ্যালয়। রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়গুলো কী করবে? সূত্রের খবর, বর্ধমান, বিদ্যাসাগর বা উত্তরবঙ্গের মতো বিশ্ববিদ্যালয়গুলোও কলকাতার পথেই হাঁটতে পারে।