#কলকাতা: পঞ্চায়েত ভোট পিছিয়ে যাবে কি যাবে না, তার উত্তর পাওয়ার জন্য এখনও কিছু সময়ের অপেক্ষা ৷ কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পূর্ব নির্ধারিত সূচির কারণেই পিছিয়ে দেওয়া হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ৷
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বৃহস্পতিবার আলোচনার পর পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ পঞ্চায়েত ভোটের কারণে পিছিয়ে দেওয়া হল পিছোল দ্বিতীয় বর্ষের বিএ,বিকম,বিএসসি পরীক্ষা ৷ বিকম পার্ট-টু অনার্সের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ৩ মে ৷ নয়া সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১১ মে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta University, Calcutta University Exam, Panchayat Election, Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018, South Bengal Panchayet election