#কলকাতা: জট কাটল জোকা বিবাদী বাগ মেট্রো প্রকল্পের (Joka BBD Bag Metro)৷ টালি নালা থেকে মেট্রোর কাজ শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ৷
জোকা বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজ ঘিরে জট দীর্ঘদিনের৷ মূল সমস্যা ছিল মোমিনপুরের পর থেকে বিবাদী বাগ পর্যন্ত অংশে৷ এর মধ্যে ভিক্টোরিয়া, ময়দান অঞ্চলে এলাকাতে কাজের সেনাবাহিনীর অনুমতি নিয়েও জট তৈরি হয়েছিল৷
আরও পড়ুন: যেখানে প্রকল্প রূপায়ণের জমি, সেখানেই মিলেছে অর্থ, হিসেবটা কেমন দেখুন...
এই সংক্রান্ত পুরনো একটি মামলাতেই আজকে হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি ছিল৷ এত দিন বার বার হাইকোর্টের তরফে কেন্দ্রীয় সরকারকে তাদের অবস্থান জানাতে বললেও তারা তা স্পষ্ট করেনি৷ এ দিন অবশ্য শেষ পর্যন্ত সেনাবাহিনীর তরফে আদালতকে জানানো হয়, মেট্রোর কাজ নিয়ে তাদের কোনও সমস্যা নেই৷ মেট্রোর কাজ নিয়ে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল-এর মধ্যে যে বৈঠক হয়েছিল, তার সিদ্ধান্তের কথাও এ দিন হাইকোর্টকে জানানো হয়৷
রাজ্য সরকারের বিভিন্ন দফতরের অনুমতি পেলেই টালি নালা থেকে ধর্মতলা পর্যন্ত মাটির নীচে মেট্রোর কাজ শুরু করতে পারবে আরভিএনএল৷ সব পক্ষের বক্তব্য শুনে টালি নালা থেকে মেট্রোর কাজ শুরুর নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
আরও পড়ুন: ভিতরে ভর্তি যাত্রী, ধর্মতলার মোড়ে এসেই উল্টে গেল বাস! হাড়হিম ভিডিও প্রকাশ্যে
রাজ্যের তরফেও জানানো হয়, মেট্রোর কাজ নিয়ে তাদেরও কোনও আপত্তি নেই। মেট্রোর কাজের জন্য রাজ্য সরকার ময়দান মার্কেট অন্যত্র সরাবে বলেও এ দিন হাইকোর্টকে জানানো হয়েছে। ময়দান মার্কেটের জন্য বিকল্প জায়গা চিহ্নিত করা আছে।
মেট্রোর কাজের জন্য ট্রাম লাইন সরানো নিয়েও সেভাবে অসুবিধা হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে প্রকল্প বিবাদী বাগের বদলে এসপ্ল্যানেডে শেষ হবে। মাটি পরীক্ষার রিপোর্ট চলতি মাসেই এসে যাবে। আরভিএনএল-এর সঙ্গে বৈঠক করেই কাজ শুরু হবে বলে রাজ্যের তরফে জানানো হয়। তবে কোন নির্মাণ সংস্থা কাজ করবে তা এখনও স্থির হয়নি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।