#কলকাতা: ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের রায় নিয়ে আগ বাড়িয়ে কোনও আলগা মন্তব্য করতে নারাজ তৃণমূল। দল কি সুপ্রিম কোর্টে যাবে? প্রশ্নের উত্তরে দলের শীর্ষ নেতৃত্বের দিকেই বল ঠেলে দিচ্ছেন দলের অন্যান্য নেতারা। প্রত্যেকেই বলছেন, সময় মতো যা জানানোর শীর্ষ নেতৃত্বই জানাবে।
এ দিন রায় নিয়ে প্রথম মুখ খোলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি ট্যুইটারে বলেন, "হাইকোর্ট নিয়ে প্রকাশ্য বিরোধিতা করা যায় না। ওঁরা নির্দেশ দিয়েছেন। সরকার এবং দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানাবেন। সম্ভাব্য আইনি দিকগুলি বিবেচিত হবে। আমরা মনে করি NHRCর রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে HC নিয়ে এখন কোনো মন্তব্য করছি না।"
HC order নিয়ে প্রকাশ্য বিরোধিতা করা যায় না। ওঁরা নির্দেশ দিয়েছেন। সরকার এবং দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানাবেন। সম্ভাব্য আইনি দিকগুলি বিবেচিত হবে। আমরা মনে করি NHRCর রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে HC নিয়ে এখন কোনো মন্তব্য করছি না।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 19, 2021
প্রসঙ্গত দুই তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিক এই মামলায় যুক্ত হতে চেয়েছিলেন। তাদের আর্জি খারিজ করে দিয়েছে আজ হাইকোর্ট। পাশাপাশি রাজ্য সরকারকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্তদের ডিরেক্ট ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে দ্রুত অর্থ প্রদান করতে হবে।
আজ হাইকোর্টে পাঁচ সদস্যের ডিভিশান বেঞ্চের রায়ে ভোট পরবর্তী খুন ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যেমন সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে তেমনই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনায় তিন সদস্যের সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। রায় প্রকাশের পরে দেখা যাচ্ছে কার্যত প্রাইমা ফেসিয়া হিসেবে ধরে নেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের টিমের রিপোর্টকেই। তৃণমূল এখনও জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষপাতদুষ্টতা নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু রায় নিয়ে মুখে কুলুপ শীর্ষ নেতাদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court, TMC