#কলকাতা: ২০১৪ সালের প্রাথমিক টেট মামলায় নয়া মোড়। নম্বর দেওয়া এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিছু ত্রুটি থেকে গিয়েছে বলে আদালতে স্বীকার করে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেইসঙ্গে '৬ প্রশ্নভুল' মামলায় ত্রুটি শোধরাবে বোর্ডই । অভিযোগ সেল খুলে ত্রুটি শোধরানোর জন্য হাইকোর্টে প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ সালের টেট পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ত্রুটি জানাতে পারবেন পরীক্ষার্থীরা বোর্ডের অনলাইন পোর্টালে জানানো যাবে ত্রুটি। ১৫ দিনের মধ্যে জানাতে হবে ত্রুটি।
এদিন মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা পর্ষদকে নির্দেশ দেন, নিয়োগ নিয়ে যাঁদের যা অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। ১৫ দিনের মধ্যে যে সব অভিযোগ জমা পড়বে, তা খতিয়ে দেখে সেইমতো ব্যবস্থা নিতে হবে। তাতে রাজি হয় পর্ষদ।
প্রসঙ্গত, ২০১৪ সালে ৭৩৮টি শূন্য পদে নিয়োগে টেটে উত্তীর্ণদের নিয়োগের জন্য ইন্টারভিউয়ে ডাকতে একটি তালিকা প্রকাশ করেছিল পর্ষদ। সেই তালিকার বিরুদ্ধেই হাই কোর্টের দ্বারস্থ হন পাঁচ পরীক্ষার্থী। তাঁদের অভিযোগ ছিল, ওই পরীক্ষার প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল ছিল। বোর্ডের তরফে জানানো হয়, ওই ৬ প্রশ্নে যে কোনও উত্তর দিলেই পূর্ণ নম্বর দেওয়া হবে। কিন্তু তারপরও ওই পরীক্ষার্থীদের ক্ষেত্রে তা হয়নি বলে অভিযোগ করে তাঁরা। এরপর মামলাটি ফের বৃহস্পতিবার ওঠে। সেখানেই মামলাকারীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court, Primary TET