#কলকাতা: হাইকোর্টে (Calcutta High Court) বড়সড় স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুভেন্দু অধিকারীর স্বস্তি আর CID অস্বস্তি। সোমবার কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে কার্যত রক্ষাকবচ পেয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা। সোমবার সকাল ১১টায় সিআইডি ভবানী ভবনে তলব করে শুভেন্দু অধিকারীকে। ২০১৮ সালে শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী খুনের মামলায় ডেকে পাঠানো হয় তাঁকে। ভবানীভবন মুখো হননি শুভেন্দু। উল্টে CID অতিসক্রিয়তার অভিযোগ আনেন হাইকোর্টের কাছে।
সোমবার সকাল ১১টা নাগাদ বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে শুভেন্দু অধিকারীর আইনজীবী পরমজিৎ সিং পাটোয়ালিয়া দৃষ্টি আকর্ষণ করে জানান, আদালতের বিচারাধীন মামলায় সমন পাঠিয়ে ডেকে পাঠানো হয়েছে। যে এফআইআরে তলব করা হয়েছে, তা আদালতের বিচারাধীন। সমনের বিষয়টি জেনেই বিচারপতি রাজশেখর মান্থা মৌখিক নির্দেশে জানিয়ে দেন, এখনই CID সমনের প্রেক্ষিতে কোনও পদক্ষেপ করার বা সাড়া দেওয়ার প্রয়োজন নেই শুভেন্দু অধিকারীর।
আরও পড়ুন: সময়ের আগেই ইডির কাছে অভিষেক, ঢোকার আগে দিয়ে গেলেন 'দায়িত্বশীল' বার্তা
সোমবার দুপুর দুটোর সময় চূড়ান্ত শুনানি রয়েছে। সেখানেই বিস্তারিত পর্যবেক্ষণ রাখার সম্ভাবনা হাইকোর্টের৷ মামলা বিচারাধীন থাকার সময় কীভাবে তলব ? প্রশ্ন তেলা হয় শুভেন্দু অধিকারীর আইনজীবীদের তরফে। কাজেই, CID-র ডাকে এখন যাচ্ছেন না শুভেন্দু। যে FIR চ্যালেঞ্জ হাইকোর্টে, বর্তমানে বিচারাধীন, সেখানে তলব কেন? এই যুক্তি তো সামনে আসবেই, হলও তাই। CID-র এমন পদক্ষেপে বাকী ৪ মামলাতেও আইনি সুবিধা পেয়ে গেলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত ৫ টি এফআইআর হয়েছে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে। কাঁথি থানার ২ টি, নন্দীগ্রাম থানা, তমলুক ও কলকাতার মানিকতলা থানায় একটি করে এফআইআর। রাজ্যের হাইকোর্টে দেওয়া তথ্য অনুযায়ী এমন হিসেব। এই ৫ এফআইআর রাজনৈতিক প্রতিহিংসার কারণে করার অভিযোগ এনে হাইকোর্টে গিয়েছেন শুভেন্দু অধিকারী। হয় CBI তদন্ত না হলে এফআইআর খারিজের আবেদন করেছেন তিনি। কাঁথি থানার ত্রিপল চুরির মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারাধীন। যে কোনও দিন মামলাটির রায় ঘোষণা করতে পারেন বিচারপতি কৌশিক চন্দ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CID, Suvendu Adhikari