#কলকাতা: ২০১৪ সালের প্রাইমারি টেটের (Primary TET) নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।বিধানসভা নির্বাচনের আগে প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় ধাক্কা খেল রাজ্য। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানির সময় তাতে স্থগিতাদেশ দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। জানা গিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক বেনিয়মের অভিযোগ রয়েছে। পাশাপাশি, মেধা তালিকায় গরমিল এবং সংরক্ষণের অনুপাতের নিয়ম সঠিকভাবে না মানার অভিযোগ উঠেছে।
২০২০ সালের ১১ ডিসেম্বর নবান্ন থেকে ১৬,৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে দিনই জানিয়েছিলেন, দ্রুততার সঙ্গে প্যানেল তৈরি করা হবে। এরপর ২৩ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি হয়। ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত হয় মেধাতালিকা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। অনেকেই যোগ দিয়েছেন নতুন চাকরিতে। এক্ষেত্রে তাঁদের যোগদানের ওপরে স্থগিতাদেশ জারি করেছে জাইকরট।