#কলকাতা: পঞ্চায়েত ভোটে বড়সড় বিপত্তি ৷ হাইকোর্টে বড় সড় ধাক্কা খেল কমিশন ৷ রাজ্য নির্বাচন কমিশনের মঙ্গলবারের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ গতকাল মনোনয়ন পেশের সময়সীমা বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করলেও মঙ্গলবার সকালে তা বাতিল করে দেয় নির্বাচন কমিশন ৷ এরপরই ইচ্ছুক প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া নিশ্চিত করতে আদালতের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি ৷ সেই মামলাতেই হাইকোর্টের এই নির্দেশ ৷ ২৩ এপ্রিল মামলার ফের শুনানি ৷
হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারির পর মনোনয়ন পেশের দিন বাড়ানো হবে কিনা আদালতের সামনে এই প্রশ্ন রাখে বিজেপি ৷ উত্তরে বিচারপতি জানান, সে সম্পর্কে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন ৷
২৪ ঘণ্টাও কাটল না। রাত পেরোতেই ভোল বদল। তার মধ্যেই নিজেদের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল রাজ্য নির্বাচন কমিশন। সোমবারই নির্দেশিকা জারি করে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়। সেই নির্দেশ মতো বিরোধীরাও সকাল থেকেই বিডিও ও এসডিও অফিসে মনোনয়ন জমা দিতে ভিড় জমাতে শুরু করেন। সকাল পেরিয়ে একটু বেলা হতেই দুঃসংবাদ। কারণ, কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, সোমবারের বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিংয়ের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়।
রাতারাতি এমন ৩৬০ ডিগ্রি নির্দেশিকা পরিবর্তনে বিভ্রান্তি ছড়ায় ৷ বিজেপির ইচ্ছুক প্রার্থীদের মনোনয়ন জমা সুনিশ্চিত করতে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি ৷ তার প্রেক্ষিতেই স্থগিতাদেশ দেয় আদালত ৷
মনোনয়ন বাতিলে কটাক্ষ বিজেপির ৷ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন,‘তৃণমূলের চাপে নতি স্বীকার কমিশনের ৷’ বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, ‘নির্বাচন কমিশনারের পদত্যাগ করা উচিত ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court, Panchayat Election, Panchayat Election 2018, Panchayat Nomination File, South Bengal Panchayat Election 2018, South Bengal Panchayet election, State Election Commission, Stay Order