হোম /খবর /কলকাতা /
নজিরবিহীনভাবে রাজ্যের বিচারবিভাগীয় সচিবকে তলব কলকাতা হাইকোর্টের  

নজিরবিহীনভাবে রাজ্যের বিচারবিভাগীয় সচিবকে তলব কলকাতা হাইকোর্টের  

কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট

এই নির্দেশে বেশ শোরগোল পড়ে গিয়েছে হাইকোর্ট পাড়ায়। আইনজীবীরা বলছেন সাম্প্রতিক সময়ে হাইকোর্টের এমন নির্দেশ নজিরবিহীন।

  • Share this:

#কলকাতা: কলকাতা হাইকোর্টের ইতিহাসে সাম্প্রতিক সময়ে এমন নজির ছিল না। যা তৈরি হল বুধবার। রাজ্যের বিচারবিভাগীয় সচিবকে তলব করা হল এজলাসে। ১১ ফেব্রুয়ারি সকাল ১০:৩০টায় তলব করা হয়েছে বিচার বিভাগের সচিবকে। ওইদিন ২৮ নম্বর আদালতকক্ষে স্বশরীরে হাজিরা দেবেন বিচারবিভাগীয় সচিব। বুধবার এমনই নির্দেশ জারি করেছে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ।কেন নজিরবিহীনভাবে বিচারবিভাগীয় সচিবকে তলব করা হল? নির্দেশে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২৩টি ডিস্ট্রিক্ট জজ (এন্ট্রি লেভেল) পদ দীর্ঘদিন পূরণ হয়নি। মূলত জুডিশিয়াল সার্ভিস থেকে এবং ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে আইনজীবীরা এই পরীক্ষায় বসেন। ডিস্ট্রিক্ট জজ (এন্ট্রি লেভেল)বলতে অতিরিক্ত জেলা জজের পদকে বোঝানো হয়ে থাকে।দীর্ঘদিন এই শূন্যপদ থাকায় মামলা জমছে রাজ্যজুড়ে। একটি পকসো মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আসে মিজানুর রহমান। দীর্ঘদিন জজ না থাকায় মামলা ঝুলে থাকে। কেন জজ নিযুক্ত হয়নি, প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হাইকোর্ট জানতে পারে ২৩টি শূন্যপদ পূরণ না হওয়ার কথা। গত ১৩ জানুয়ারি ডিভিশন বেঞ্চ রাজ্যের বিচারবিভাগীয় সচিবের কাছে শূন্যপদ পূরণ না হওয়া নিয়ে হলফনামা তলব করে। সেই হলোফনামা বুধবার পেশ হয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। ২৩ বিচারকের শূন্যপদ পূরণ অসমাপ্ত থাকার কারণ হিসেবে হলফনামায় দাবি করা বিচারবিভাগীয় সচিবের যুক্তি ডিভিশন বেঞ্চের প্রশ্নের সামনে ধোপে টেকেনি। তাই ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার স্বশরীরে হাজিরা নির্দেশ।ওইদিন আরও একটি হলফনামা তলব করা হয়েছে বিচারবিভাগীয় সচিবের কাজ থেকে। এই নির্দেশে বেশ শোরগোল পড়ে গিয়েছে হাইকোর্ট পাড়ায়। আইনজীবীরা বলছেন সাম্প্রতিক সময়ে হাইকোর্টের এমন নির্দেশ নজিরবিহীন। এক কথায় এই নির্দেশকে রাজ্য বনাম হাইকোর্ট প্রশাসন হিসেবেই দেখছে তারা।

ARNAB HAZRA

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Calcutta High Court, Judicial Secretary