#কলকাতা: সভ্যতার আলোয় সমাজ কুসংস্কারের গেরো কাটিয়ে উঠছে দ্রুত। সমতার সম্মুখপানে'র স্লোগানে নারী-পুরুষের পার্থক্য ক্রমে দূরে সরে যাচ্ছে। ঘটা করে ফি-বছর নারী দিবস পালন করি আমরা। মার্চের "নারী" সব মার্কা প্রচারের ঢক্কানিনাদের সময়কালে একটা বড় সময় কলকাতা হাইকোর্ট-কে ব্যায় করতে হল শুক্রবার। এদিন অনেকটা সময় এক মা ও তাঁর ৩ কন্যাসন্তান-কে পুড়িয়ে খুনের বিচারের ময়নাতদন্ত সারতে হল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চকে। খুনি আবার খোদ ৩ কন্যাসন্তানের বাবা! মুর্শিদাবাদ জেলার বেলডাঙার এই ঘটনায় একসময় হকচকিয়ে যায় গোটা মহল্লা। ২০১৫ সালের ঘটনা মে মাসের। উৎসব আলি ৩০ মার্চ দুপুরে তার বেলডাঙার বাড়ি থেকে বেরিয়ে যান। আর ঠিক তারপরের দিন উৎসবের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁরই ৩ কন্যা সন্তানের পোড়া দগ্ধ দেহ। কন্যাদের বয়স তখন ছিল যথাক্রমে ৫ বছর, ৩ বছর, ১ বছর। তাঁর স্ত্রীরও দগ্ধ দেহ উদ্ধার হয়। পুলিশ তদন্তে উঠে আসে, পরপর ৩ কন্যা সন্তান হওয়ায় পরিবারের তীব্র অসন্তোষ তৈরি হয়। কম আয়ের পরিবারে সমস্যা ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছিল। আর তাই নাকি পরপর ৪ খুন !
ARNAB HAZRA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court, Murder