#কলকাতা: সারা দেশ তথা বিশ্বের দাদা’ অনুরাগীদের জন্য স্বস্তির খবর ৷ ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর বাইপাস সার্জারির সম্ভাবনা ওড়ালেন চিকিৎসকেরা ৷ তবে আরও ২ আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হবে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে ৷ অপারেশনের পর মাসখানেক বিশ্রাম| এক মাসের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরতে পারবেন দাদা বলে আশ্বস্ত করেছেন চিকিৎসকেরা ৷ হাসপাতাল সূত্রে খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য আসছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি ৷
এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন কবে সুস্থ হবেন মহারাজ? এদিন দুপুরে মেডিক্যাল বুলেটিন প্রকাশের সময় উডল্যান্ডস হাসপাতালের তরফে সিইও রূপালি বসু জানান, বাকি দুই আর্টারিতে স্টেন বসানোর পর আরও তিন-চারদিন হাসপাতালে থাকতে হবে সৌরভকে ৷ অতএব সব মিলিয়ে সাতদিন পর সব ঠিক থাকলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷ কিন্তু তারপরও কম করে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে BCCI প্রেসিডেন্টকে ৷ তারপরই ফের স্বমহিমায় নিজের দুনিয়ায় কামব্যাক করবেন দাদা, বলে আশ্বস্ত করেছেন মেডিক্যাল বোর্ডের সদস্য এবং সিইও রূপালি বসু ৷
এদিন মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, রাতে ভালভাবে ঘুমিয়েছেন সৌরভ ৷ তার কোনও জ্বর নেই কালের রুটিন ইসিজি রিপোর্টে কোনও অস্বাভাবিকত্ব ধরা পড়েনি। সন্তোষজনক রিপোর্ট এসেছে। তাঁর পালস রেট (মিনিটে ৭২) এবং রক্তচাপও (১১০/৮০) স্বাভাবিক আছে। তবে বাকি দুই ধমনীতে কবে স্টেন বসানো হবে তা নিয়ে আগামিকাল চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসকেরা ৷