Home /News /kolkata /
মঙ্গলবারেও বাস ভোগান্তির আশঙ্কা, শহরের কোন রুটে কত বাস? রইল ঝলক

মঙ্গলবারেও বাস ভোগান্তির আশঙ্কা, শহরের কোন রুটে কত বাস? রইল ঝলক

পরিবহণ দফতর সূত্রে খবর, সোমবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী দফতর আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। মঙ্গলবার অধিক সংখ্যায় সরকারি বাস নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাতেও যাত্রী সাধারণের দুর্ভোগের আশঙ্কা কমছে না।

  • Share this:

#কলকাতা: সপ্তাহ শুরুর দিনে ভরপুর ভোগান্তি। সোমের পর মঙ্গলেও শহরবাসীর ভোগান্তি চরমে থাকবে বলেই আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। সোমবার  শেষেও নিজেদের অবস্থানে অনড় বাস মালিক সংগঠনগুলো।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় যেমন জানিয়েছেন,"আমাদের সংগঠনের অনেকে না জেনে সোমবার বাস নামিয়ে ছিলেন। মঙ্গলবার বাস নামানোর প্রশ্নই ওঠে না।" ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ইউনিয়নের পক্ষে প্রদীপ নারায়ণ বসু জানান,"বাস ভাড়া বাড়ানো ছাড়া বিকল্প উপায় নেই। ১৫০০০ টাকার প্যাকেজে বাস রাস্তায় নামানো যাচ্ছে না।" বেঙ্গল বাস সিন্ডিকেটের টিটো সাহা, অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয়ের পক্ষে রাহুল চট্টোপাধ্যায়,মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনশনের পক্ষ থেকে স্বপন ঘোষ স্বীকার করেন নিয়েছেন তাদের অধীনস্থ বাস রুট ইউনিয়নগুলির বাস মালিকরা এই অবস্থায় রাস্তায় বাস নামানোর প্রস্তাবে রাজি নন।

সুতরাং বোঝাই যাচ্ছে মঙ্গলবার শহরের যান-ছবিটা আরও ভয়াবহ হতে চলেছে। পরিবহণ দফতর সূত্রে খবর, সোমবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী দফতর আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। মঙ্গলবার অধিক সংখ্যায় সরকারি বাস নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাতেও যাত্রী সাধারণের দুর্ভোগের আশঙ্কা কমছে না।

সোমবার কলকাতার ব‍্যস্ত বেসরকারি বাস রুটগুলোর  কোনটিতে কত বাস নেমেছিল, দেখে নেওয়া যাক এক ঝলকে। -খিদিরপুর থেকে হাওড়া গামী 12C রুটে ২০টি বাস চলাচল করেছে।

-হাতিয়াড়া থেকে বাবুঘাটগামী 30C রুটে নেমেছিল ৩০টি বাস।

-বাগবাজার থেকে যোধপুর পার্কগামী 240 রুটে ২৫টি বাস চলাচল করেছে।

-হাওড়া থেকে বারাসাতগামী L238 রুটে বাস নেমেছিল ৩০টি।

-বিরাটি থেকে বাবুঘাটগামী 237 রুটে চলেছেছে মাত্র ১২ টি বাস।

-হাওড়া থেকে শিয়ালদহর মধ্যে সংযোগ স্থাপনকারী 28 নম্বর রুটে বাস চলেছে ১২টি।

-কামারহাটি থেকে আলিপুর চিড়িয়াখানাগামী ২৩০ রুটে বাস চলেছে ৪০টি।

-পার্কস্ট্রিট থেকে হাওড়ার মধ্যে সংযোগ স্থাপনকারী C রুটে চলেছে ২৭ টি বাস।

-হাওড়া থেকে রাজাবাজারগামী 71 নম্বর রুটে চলেছে ৩০টি বাস।

-হাওড়া দাসনগর থেকে পার্কসার্কাসগামী ৭২ নম্বর রুটে চলেছে ১৬টি বাস।

-নাগেরবাজার থেকে হাওড়াগামী 219 নম্বর রুটে ১৫টি বাস চলেছে।

-মহিষাদল থেকে হাওড়াগামী 215A রুটে চলেছে ৩০টি বাস।

-রুবি থেকে জোকাগামী মিনিবাস চলেছে ৮টি।

-যাদবপুর-বিবাদী বাগ মিনি চলেছে ৬টি। গড়িয়া থেকে বিবাদী বাগ রুটে মিনিবাস নেমেছিল ২২টি।

-বাস নামেনি 44 নম্বর রুটে। কসবা-হাওড়া, আনন্দপুর-হাওড়া মিনিবাস রুটেও কোন বাস চলাচল করেনি।

Published by:Pooja Basu
First published:

Tags: Bus, Unlock1

পরবর্তী খবর