corona virus btn
corona virus btn
Loading

দুটি বাসের রেষারেষির জের, আশঙ্কাজনক মহিলা

দুটি বাসের রেষারেষির জের, আশঙ্কাজনক মহিলা
photo: accident

দুর্ঘটনা ঘটে সল্টলেকের সনেট হোটেল বাস স্টপের সামনে।

  • Share this:

#কলকাতা: আবারও ব্যস্ত রাস্তায় বাসের রেষারেষি৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক পথচারী। দুর্ঘটনা ঘটে সল্টলেকের সনেট হোটেল বাস স্টপের সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চিড়িয়াখানা থেকে নিউটাউনগামী একই রুটের ২টি বাস সল্টলেকের সিটি সেন্টার থেকে নিউটাউনের দিকে যাওয়ার সময় রেষারেষি করছিল। সেই সময় রাস্তা পার হচ্ছিলেন এক মহিলা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সজোরে ধাক্কা মারে তাকে।

ধাক্কা মাারার পরই অবস্থা বেগতিক দেখে বাস ফেলে পালিয়ে যায় বাস চালক ও খালাসি। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসটিকে আটক করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ নিত্যদিনই এই বাসগুলি রেষারেষি করে বলে দুর্ঘটনার কবলে পড়তে হয় পথচারীদের।

First published: August 29, 2019, 7:08 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर