• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • শারীরিক অসুস্থতা নিয়েও দলীয় কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে বাম ব্রিগেডে বুদ্ধদেব ভট্টাচার্য

শারীরিক অসুস্থতা নিয়েও দলীয় কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে বাম ব্রিগেডে বুদ্ধদেব ভট্টাচার্য

Photo: News 18 Network

Photo: News 18 Network

 • Share this:

  #কলকাতা: কানহাইয়া কুমার এলেন না। গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিএমের নেতা-কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করতে অসুস্থ শরীরেই, ব্রিগেডে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। অসুস্থতার কারণে মঞ্চে উঠলেন না। গাড়িতে বসেই শুনলেন অন্যদের বক্তৃতা। আধ ঘণ্টা মতো থেকে ফিরে যান বাড়ি।

  বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডে এলেন। কিন্তু, বক্তৃতা দিলেন না ৷ অসুস্থতার জন্য মঞ্চের সামনে গাড়িতেই বসে থাকলেন ৷ গাড়িতে বসেই সমর্থকের উচ্ছ্বাসের সাক্ষী হলেন তিনি ৷

  বুদ্ধদেব ভট্টাচার্য এসেছেন শুনেই উল্লাসে ফেটে পড়ে বামেদের ব্রিগেড। আধঘণ্টা মতো গাড়িতেই বসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর ব্রিগেড থেকে বেরিয়ে যান।

  কয়েক বছর আগে, সিপিএমের ব্রিগেডেও তিনিই ছিলেন চুম্বক ৷ সালটা ছিল ২০১৬ ৷ বুদ্ধবাবু মঞ্চে উঠছেন ৷ গোটা ব্রিগেড চেঁচাচ্ছে ৷

  কিন্তু, এবারের ব্রিগেডে কি অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য আসতে পারবেন ? না কি সমাবেশে না এসে তিনি কোনও বার্তা দেবেন ? এ নিয়ে জল্পনা চলছিলই । রবিবার বেলা গড়াতেই অবশ্য রবীন দেব জানিয়ে দেন বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডে আসছেন । দুপুর একটা নাগাদ, পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে তিনি সস্ত্রীক বের হন । এজেসি বসু রোডের ফ্লাইওভার ধরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যান ব্রিগেড গ্রাউন্ডে।

  এ দিনের ব্রিগেডে আসার কথা ছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমারের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। কানহাইয়া কুমার এলেন না ঠিকই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য গেলেন। সিপিএমের কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে, তাঁদের চাঙ্গা করতে, অসুস্থতা সত্ত্বেও ব্রিগেডে গেলেন বুদ্ধবাবু ৷

  First published: