#শ্রীনগর: ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷ জম্মু-কাশ্মীরের আর্নিয়ায় পাক সেনার গুলিতে জখম দুই বিএসএফ জওয়ান ও একজন নাগরিক ৷ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত ৷ সীমান্তরেখার ওপার থেকে কোনও প্ররোচনা ছাড়াই প্রতিদিন ছুটে আসছে গুলি ও মর্টার ৷
আর এস পুরা সেক্টরের এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে পাক সেনারা হঠাৎই মর্টার ও গুলিবর্ষণ শুরু করে ৷ পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও ৷ রাতভর পাক সেনাদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হয়েছেন সীমান্ত রক্ষীবাহিনীর দুই জওয়ান ৷ মর্টার শেলিং ও গুলিতে আহত হয়েছেন আর্নিয়ায় সীমান্ত লাগোয়া গ্রামের এক বাসিন্দা ৷
সীমান্তের কাছে অবস্থিত জম্মু, কাথুয়া ও সাম্বা জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের নিরাপত্তার কারণে কংক্রিট নির্মিত বাঙ্কারে সরিয়ে নিয়ে গিয়েছেন সেনারা ৷
এর আগে রবিবার মধ্যরাতে জম্মু-কাশ্মীরের আর এস পুরা সেক্টরে পাক সেনার গুলিতে প্রাণ হারান ভারতীয় জওয়ান সুশীল কুমার। আহত হন আরও দু’জন সেনা জওয়ান ছাড়াও এক সাধারণ নাগরিক ৷
সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে এই নিয়ে প্রায় ৩৫ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ এর আগে ১৬ অক্টোবর কাশ্মীরের রাজৌরি সেক্টরে ভারত-পাক সীমান্তে গুলি চালায় পাকিস্তানি ট্রুপ। গুলিতে মৃত্যু হয় এক জওয়ানের।
এর আগে চলতি মাসের ৪ তারিখই নওসেরা সেক্টরে গুলি বর্ষণ করে পাক সেনা ৷ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। যদিও, কেউ হতাহত হয়নি। মনে করা হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতেই জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে চাইছে পাকিস্তান। তাই সংঘর্ষ বিরতি ভেঙে বারবার এমন হামলা চালানো হচ্ছে। এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।
গত মাসের ২৮ তারিখ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷ এরপর থেকেই সীমান্তের ওপার থেকে হামলার ঘটনা বেড়েই চলেছে।
পাক জঙ্গিদের সাম্প্রতিক গতিবিধিতে রুখতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arrested Indian Army, Ceasefire violation, Fresh ceasefire violation by Pakistan, Loc Firing