#লন্ডন: দিন দশেক আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে মিলেছিল করোনা ভাইরাস৷ রয়েছেন কোয়ারেন্টাইনেও৷ এ বার তাঁকে হাসপাতালে ভর্তি করা হল৷ কারণ, করোনা ভাইরাসের উপসর্গ এখনও রয়েছে বরিসের৷ ফলে টেস্টের জন্য তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে৷
United Kingdom Prime Minister Boris Johnson's office says he has been admitted to the hospital as he is suffering from #Coronavirus symptoms: The Associated Press
He had tested positive for #COVID19, late last month. (File pic) pic.twitter.com/vIHIQ45zm0 — ANI (@ANI) April 5, 2020
বরিস জনসনের বয়স ৫৫৷ গত ২৭ মার্চ তিনি জানান, তিনি করোনা ভাইরাসের উপসর্গ অনুভব করছেন৷ এরপরই ১০, ডাউনিং স্ট্রিটে বাসভবনে সেল্ফ আইসোলেশনে চলে যান তিনি৷ গত শুক্রবার তিনি আইসোলেশন থেকেই কাজে যোগ দেন৷ কিন্তু জানান, তাঁর বাকি উপসর্গগুলি নেই৷ তবে প্রবল জ্বর থাকছে৷ করোনার অন্যতম উপসর্গ৷ ডাউনিং স্ট্রিট থেকে রবিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, 'এটা আগাম সতর্কতামূলক পদক্ষেপ৷ ডাক্তারের পরামর্শেই প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে টেস্টের জন্য৷ করোনার উপসর্গ এখনও রয়েছে প্রধানমন্ত্রীর শরীরে৷'
বরিস জনসনের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি লিখেছেন, 'ব্রি়টেরে প্রধানমন্ত্রী দ্রুত সেরে উঠবেন, সে বিষয়ে আমি আশাবাদী ও নিশ্চিত৷ উনি আমার বন্ধু৷ অত্যন্ত ভদ্রলোক ও দারুণ নেতা৷ ওঁকে আজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আমি আশাবাদী, উনি সুস্থ হয়ে যাবেন৷'
প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথও৷ তিনি বলেন, 'সবার মিলিত চেষ্টাই এই মহামারিকে পরাজিত করবে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।